আজ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দর
বেনাপোল বন্দর। ছবি: সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আজ সোমবার বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

এর ফলে বন্দর এলাকায় শত শত পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। বিশেষ করে পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা আছে।

বেনাপোল বন্দর দিয়ে দেশের শিল্প কলকারখানা ও তৈরি পোশাক পণ্যের ৮০ ভাগ কাঁচামাল আমদানি করা হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমাদাদুল হক লতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারি ছুটির কারণে আজ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। আগামীকাল মঙ্গলবার সকালে তা আবার শুরু হবে।'

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, 'বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। সকাল থেকে এখন পর্যন্ত অন্তত দুই হাজার যাত্রী ভারতে গিয়েছেন।'

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিংহ ডেইলি স্টারকে বলেন, 'বড়দিন উপলক্ষ্যে আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতের খালি ট্রাক ফিরে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago