ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি

বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে কাঁচামরিচ আমদানি হয়েছে। ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ১০ টন ৯৫৬ কেজি এবং গতকাল সোমবার ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচামরিচ আমদানি হয়।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের বাজারে উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। 

আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ টাকা যার শুল্ককর ৩৬ টাকা।

শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারকরা কাঁচামরিচের এসব চালান খালাস করেছেন। 

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী ডেইলি স্টারকে জানান, আজ সন্ধ্যায় এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। গতকাল ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়।

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

21m ago