বেনাপোল দিয়ে ভারতে ৪৫.৮ টন ইলিশ রপ্তানি

বেনাপোল বন্দর, ভারত, ইলিশ, ইলিশ রপ্তানি, পেট্রাপোল বন্দর,
ইলিশ রপ্তানি প্রক্রিয়াকরণের কাজ চলছে। ছবি: টিটু দাস

সরকার রপ্তানির অনুমতি দেওয়ার পর দিন বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে ৪৫.৮ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল দিয়ে ১২টি ট্রাকে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়।

বেনাপোল বন্দরের ডিরেক্টর আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ৩০ অক্টোবরের মধ্যে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দরে ইলিশের চালান আসার সঙ্গে সঙ্গে রপ্তানির আদেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকার বাংলাদেশের ৭৯ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ টন করে মোট ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

আজকের রপ্তানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং, রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- এসআর ইন্টারন্যাশনাল, নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বারখা বিকাস ফিস এজেন্সি।

চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিঅ্যন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজ ও গনি অ্যান্ড সন্স। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার।

Comments

The Daily Star  | English

HSC examinees protest near Secretariat, demand education adviser’s resignation

Witnesses said protest began around 2:15pm when several hundred took position at the Secretariat

26m ago