বর্ধিত শুল্ক বাতিল না করলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

ছবি: স্টার

সরকারকে সাত দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক বাতিল করার আলটিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা। অন্যথায় কঠোর আন্দোলন, এমনকি বন্দর বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী আজ শনিবার দুপুরে এক প্রতিবাদ সভায় এ আলটিমেটাম দেন।

তিনি জানান, কিছু প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের সংগঠন আগামীকাল থেকে প্রতিদিন চার ঘণ্টা কাজ বন্ধ রাখবে।

এ ছাড়া, আরও দুটি সংস্থা একইভাবে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।

ফোরামটি সম্প্রতি ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়া চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক সূচির প্রতিবাদে এ সভার আয়োজন করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তারা দাবি করেছেন, নতুন শুল্ক অনুযায়ী সার্ভিস চার্জ গড়ে ৪১ শতাংশ বাড়ানো হয়েছে।

তবে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, এই দাবি সঠিক নয়। অনেক সার্ভিস চার্জ আসলে এর চেয়েও বেশি বেড়েছে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago