জুনে মোবাইল ব্যাংকিং লেনদেন ২০ শতাংশ বেড়ে ৯৪ হাজার ২৯৩ কোটি টাকা

এমএফএস
বরিশাল সদর রোডের একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে তোলা। ছবি: টিটু দাস/স্টার

চলতি বছর জুন মাসে মোবাইল ফাইন্যান্সিন্যাল সার্ভিসে (এমএফএস) লেনদেন বার্ষিক ১৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৪ হাজার ২৯৩ কোটি টাকা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে জুনে লেনদেন বেড়েছে ২৩ শতাংশ।

এই লেনদেনের মধ্যে গ্রাহকরা ক্যাশ ইন করেছেন ২৭ হাজার ৪১৯ কোটি টাকা, ক্যাশ আউট করেছেন ২৬ হাজার ৬৯২ কোটি টাকা, ব্যক্তিগত লেনদেন হয়েছে ২৪ হাজার ৫২০ কোটি টাকা।

এছাড়া মার্চেন্ট পেমেন্ট হয়েছে ৩ হাজার ২১৬ কোটি টাকা, সরকারের কাছ থেকে ব্যক্তিগত পর্যায়ে গেছে ৩ হাজার ৫০৮ কোটি টাকা এবং ইউটিলিটি বিল পরিশোধ করা হয়েছে ২ হাজার ৫৩ কোটি টাকা।

এর বাইরে জুন মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেওয়া হয়েছে ৩ হাজার ২৬৪ কোটি টাকা এবং ৭৯৭ দশমিক ৫ কোটি টাকার টকটাইম কেনা হয়েছে।

বাংলাদেশে বর্তমানে ১৩টি এমএফএস প্ল্যাটফর্মের অধীনে ১৭ কোটি ৮৬ লাখ গ্রাহক অ্যাকাউন্ট আছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago