গত অর্থবছর সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন ৬৫ শতাংশ বেড়েছে

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের প্রতিবেদন আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ১০৬টিতে দাঁড়িয়েছে।

এসব প্রতিবেদনের ৯১ শতাংশ তফসিলি ব্যাংক জমা দিয়েছে।

বিএফআইইউ'র প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেন, এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে রেমিটাররা, ৬ দশমিক ৩৮ শতাংশ।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন প্রকাশকালে তিনি এ তথ্য জানান।

বিএফআইইউর তথ্য অনুযায়ী, রেমিটারদের পাঠানো প্রতিবেদন ৯৬ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলো মোট ৩ কোটি ৮৬ লাখ নগদ লেনদেনের তথ্য জমা দিয়েছে এবং এনবিএফআইগুলো ১ হাজার ২৩৮টি নগদ লেনদেনের প্রতিবেদন জমা দিয়েছে।

Comments

The Daily Star  | English

Tarique Rahman holding meeting with top business leaders

BNP acting chairman holding evening talks with leading industrialists, exporters and trade body heads

Now