ফেব্রুয়ারিতে ইতিহাস গড়ল তৈরি পোশাক রপ্তানি

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি
প্রতীকী ছবি। সংগৃহীত

দেশের ইতিহাসে এই প্রথম কোনো ফেব্রুয়ারিতে এত তৈরি পোশাক রপ্তানি হলো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪৪৯ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটি ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারিতে পোশাক রপ্তানি ৪৯৭ কোটি ডলার হওয়ায় তা নতুন রেকর্ড সৃষ্টি করে।

চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৪৭ কোটি ডলার। এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৫ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরের হিসাবে জুলাই থেকে ফেব্রুয়ারি তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ২৮৬ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ৭৭ শতাংশ বেশি।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, 'এটি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। ২০২৪ সাল আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে।'

পোশাক শিল্পকে আরও বৈচিত্র্যময় করে তোলার ওপর জোর দিয়ে তিনি দেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, 'বৈচিত্র্যময় পোশাক পণ্য এই প্রবৃদ্ধি কিছুটা হলেও অবদান রেখেছে।'

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago