শীর্ষ খেলাপিদের নাম প্রকাশের সুপারিশ অর্থনীতিবিদদের

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দেওয়া, শীর্ষ ঋণখেলাপিদের নাম প্রকাশ ও সরকারি খরচ পর্যালোচনায় কমিশন গঠনের সুপারিশ করেছেন দেশের স্বনামধন্য অর্থনীতিবিদরা।

গত রোববার রাজধানীর পদ্মা গেস্ট হাউজে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে অর্থনীতিবিদরা এ সুপারিশ করেন।

প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, 'সরকারের উচিত শীর্ষ খেলাপিদের তালিকা প্রকাশ করা। একই সঙ্গে ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করে তাদের শাস্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।'

দেশে যথাযথ আইন ও প্রতিষ্ঠান থাকলেও আইনের প্রয়োগ হয় না বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, 'সরকারের খরচ কমাতে হবে। তবে প্রথমে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।'

তিনি আরও বলেন, 'প্রয়োজনে সরকার মেগা প্রকল্পে খরচ কমাতে পারে। তবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে খরচ বাড়াতে হবে।'

সরকার যাতে সীমিত রাজস্ব যথাযথভাবে ব্যবহার করতে পারে সেজন্য খরচ পর্যালোচনা কমিশন গঠনের সুপারিশ করেন তিনি।

অর্থমন্ত্রী মাহমুদ আলী বলেন, 'অর্থনীতিবিদরা সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেছেন, সরকার সঠিক পথেই আছে।'

শীর্ষ ঋণখেলাপিদের নাম প্রকাশ প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, 'দেখা যাক।'

সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রত্যক্ষ কর বাড়ানো ও পরোক্ষ কর কমানোর সুপারিশ করেছেন।

দুর্নীতি কমাতে কর প্রশাসনে ডিজিটালাইজেশন ও সুশাসনের দিকে নজর দিতে হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, 'সরকার কিছু সঠিক উদ্যোগ নিয়েছে। তবে সেগুলো যথাযথ বাস্তবায়ন দরকার।'

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, 'বাজারভিত্তিক বিনিময় হার রিজার্ভের ওপর চাপ কমাবে।'

অনুষ্ঠানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সংকোচনমূলক মুদ্রানীতি সঠিক পথেই আছে উল্লেখ করে অর্থনীতিবিদরা জানান, রাজস্বনীতিও একই রকম হওয়া উচিত।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago