রয়্যাল এনফিল্ড বাজারে আসছে সোমবার

রয়্যাল এনফিল্ড
ছবি: সংগৃহীত

ইফাদ গ্রুপ কুমিল্লার চৌদ্দগ্রামে কারখানা করায় আগামী ২১ অক্টোবর বাজারে আসছে দেশে সংযোজিত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।

ইফাদ মোটরস লিমিটেডের সূত্রে জানা গেছে—তারা বুলেট, মেটিওর, হান্টার ও ক্লাসিক—এই চার মডেল বাজারে আনবে।

প্রতিযোগিতামূলক দামে ক্রেতাদের জন্য ১২ রঙের বাইক বাজারে থাকবে।

তবে প্রাথমিকভাবে একটি বা দুটি মডেলের তিন থেকে পাঁচ রঙের বাইক পাওয়া যাবে।

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সঠিক দাম জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এর দাম হবে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে।

৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড ক্রেতাদের কাছে অনেক জনপ্রিয়।

আগে দেশে মোটরসাইকেলের জন্য ইঞ্জিনের ক্ষমতার সীমাবদ্ধতা ছিল। সরকার ২০২৩ সালের সেপ্টেম্বরে এই বিধিনিষেধ শিথিল করে। ৩৫০ সিসির মোটরবাইককে অনুমতি দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

From Saudi to Indonesia, music stays in Muslim countries’ classrooms

Academics say arts boost children’s intellectual growth and sustain heritage

1h ago