মোটরসাইকলে চালকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

মোটরসাইকেল চালকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউসহ সারাদেশে একযোগে মানববন্ধন করেছে মোটরসাইকেল চালকরা।

গত ২১ এপ্রিল বনানীতে অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে শনিবার তারা এ মানববন্ধন করেন।

একইসঙ্গে গুলশানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের কার্যালয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি দল একটি স্মারকিলিপি দিয়েছে।

স্মারকলিপিতে ২১ এপ্রিলের হামলার দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে মোটরসাইকেলদের চালকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানবন্ধন কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন দেশের প্রতিটি মোটরসাইকেল চালক নির্ভয়ে ও নিরাপদে সড়কে চলাচল করতে পারে এবং ভবিষ্যতে আর কোনো সহিংসতার ঘটনা যেন না ঘটে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা 'সহিংসতা নয়, নিরাপদ সড়ক চাই', 'বাইকারদের সম্মান নিশ্চিত কর', 'আইনের শাসন চাই' ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড উপস্থাপন করেন।

বক্তারা বলেন, মোটরসাইকেল চালানো শুধু বাহন ব্যবহার নয়, এটি এখন লাখো তরুণের স্বপ্ন, যাতায়াত ও জীবিকার মাধ্যম। কর পরিশোধকারী বৈধ মোটরসাইকেল যেন রাস্তায় ভয় বা সহিংসতার শিকার না হতে হয়, এটাই তাদের ন্যায্য অধিকার।

Comments

The Daily Star  | English

Ducsu 2025, a litmus test for the interim government

Ducsu 2025 is much more than a contest for student union posts. It is like a referendum on the future of student politics in Bangladesh

22m ago