২০২৪ অর্থবছরে বেক্সিমকো ফার্মার মুনাফা ৫৮৬ কোটি টাকা

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মুনাফা,

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ৫৮৬ কোটি ৬৭ লাখ টাকা মুনাফা করেছে।

আগের বছরের চেয়ে তালিকাভুক্ত ওষুধ কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৯ শতাংশ। ফলে কোম্পানিটির বোর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার সকাল ১১টা ৫৮ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৪ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৭৩ টাকা ২ পয়সায় দাঁড়িয়েছে।

বেক্সিমকোর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৭ পয়সা, যা ২০২৩ অর্থবছরে ছিল ১০ টাকা ৩৪ পয়সা।

ভালো মুনাফার জন্য বেক্সিমকো 'বিক্রি বৃদ্ধি, কম আর্থিক ব্যয় ও সিনোভিয়া ফার্মাকে লাভজনক হয়ে ওঠাকে' কারণ হিসেবে উল্লেখ করেছে। ২০২১ সালে সিনোভিয়া ফার্মাকে অধিগ্রহণ করে বেক্সিমকো ফার্মা। সিনোভিয়া ফার্মার আগের নাম ছিল সানোফি বাংলাদেশ লিমিটেড।

এদিকে বেক্সিমকোর শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ প্রবাহ ১৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।

বেক্সিমকো ফার্মা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে।

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

14m ago