মোটরসাইকেল, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের আয়কর দ্বিগুণ করছে এনবিআর

এনবিআর, জাতীয় রাজস্ব রোর্ড, ঈদুল আজহা,

২০২৫-২৬ অর্থবছর থেকে ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার (এসি) ও কম্প্রেসার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করপোরেট আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে কর কর্তৃপক্ষ বলেছে, এসব ইলেকট্রনিক যন্ত্রপাতি ও মোটরসাইকেল উৎপাদনকারীদের ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সংশোধিত হারে কর পরিশোধ করতে হবে।

সরকার যখন রাজস্ব আদায় বাড়ানো, রাজস্ব সক্ষমতা বাড়ানো এবং ব্যয় নির্বাহের জন্য দেশি-বিদেশি উৎস থেকে ঋণের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে তখন এ সিদ্ধান্ত এলো।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের যে ঋণের শর্ত দিয়েছিল, এনবিআরের এই সিদ্ধান্ত সেই শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

The victim, Zahid, was not involved in the clash and had gone out with friends when he got caught in the middle of the violence, family says

26m ago