পবিত্র রমজানে ট্রাকে অতিরিক্ত ৯ হাজার টন নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

ট্রাক সেল
ছবি: স্টার ফাইল ফটো

চলতি ফেব্রুয়ারির শেষে শুরু হতে যাওয়া পবিত্র রমজানে কম আয়ের মানুষদের জন্য নিত্যপণ্য ট্রাকে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার সকালে খুলনায় টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি উদ্বোধনের সময় বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিন এ তথ্য জানান। তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত নয় হাজার টন পণ্য বিক্রি করা হবে। এটি কম আয়ের মানুষদের মূল্যস্ফীতির বোঝা লাঘব করবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, 'প্রায় ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি দামে পণ্য সরবরাহ করে টিসিবি। রমজানে অতিরিক্ত ১২ লাখ পরিবারকে এই সেবা দেওয়া হবে। এটি বাজারদর স্থিতিশীল রাখতে সহায়তা করবে।'

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে টিসিবি সব বিভাগীয় সদর ও পাঁচ দারিদ্র্যপীড়িত অঞ্চলসহ ১৩ এলাকার ১২ লাখ পরিবারের মধ্যে বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা, চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা ধরা হয়েছে।

উপদেষ্টা স্মার্ট কার্ড রূপান্তরে খুলনার সাফল্য তুলে ধরে বলেন, 'আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্ড অ্যাক্টিভেশন শেষ হবে। এতে উপকারভোগীর সংখ্যা বাড়বে।'

Comments

The Daily Star  | English

Gaza aid flotilla still 'sailing strong' despite Israeli interception

Israel stopped at least 13 Gaza-bound aid boats, detains activists, sparking international criticism

11h ago