‘মহানগর ২’ এ মুখোমুখি মোশাররফ-অনির্বাণ, দর্শকের মাঝে বিপুল সাড়া

মহানগর
মোশাররফ করিমের সঙ্গে আড্ডায় অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর' ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে মুখোমুখি হলেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 

গতকাল বুধবার মুক্তির পরপরই সিরিজটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকের মাঝে।

গতকাল বুধবার বিকেলে হইচই বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 'মহানগর ২' নিয়ে একটি আলোচনার ভিডিও পোস্ট করা হয়। ১৪ মিনিটের ভিডিওটিতে সিরিজটি নিয়ে মোশাররফ করিমের সঙ্গে আড্ডা দেন ভারতের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আড্ডার শেষের দিকে দুই তারকার কথা থেকেই আভাস পাওয়া গিয়েছিল যে 'মহানগর ২' এ হয়ত মোশাররফ করিম ও অনির্বাণ মুখোমুখি হচ্ছেন।  

তাদের দুজনের এই ক্যামিও ইতোমধ্যেই সাড়া ফেলেছে দর্শকের মাঝে। তৃতীয় পর্ব নিয়ে আগ্রহী সবাই।

হইচইয়ের ওয়েব সিরিজ 'মহানগর' মুক্তি পায় ২০২১ সালে। সেখানে ওসি হারুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম। মহানগর' এর প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছিলেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। 

দ্বিতীয় পর্বে যুক্ত হওয়া নতুন শিল্পীদের মধ্যে আছেন ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি, আরিয়ানা জামান প্রমুখ।

Comments

The Daily Star  | English

'While there have been some setbacks in law and order, we're taking necessary steps'

Home Adviser Jahangir Alam Chowdhury says investigation into Rajbari unrest is underway

47m ago