সুমাইয়া শিমুর সহশিল্পীরা

সুমাইয়া শিমু, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম ও অপূর্ব। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সুমাইয়া শিমু প্রায় দুই যুগ ধরে অভিনয় জগতের সঙ্গে সম্পৃক্ত। আলোচিত অনেক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন শিমু। সম্প্রতি চার সহশিল্পীকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি। 

জাহিদ হাসান

সুমাইয়া শিমুর অন্যতম পছন্দের সহশিল্পী জাহিদ হাসান। ছোটবেলা থেকেই জাহিদ হাসানের অভিনয় ভালো লাগত শিমুর।

তিনি বলেন, 'ছোট বেলাতেই জাহিদ হাসান, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, আফসানা মিমি, মাহফুজ আহমেদের নাটক দেখেছি। তখন থেকেই তারা আমার প্রিয়।'

'পরে যখন জাহিদ হাসানকে সহশিল্পী হিসেবে পাই, মনে মনে ভাবি, আমার স্বপ্নের একজন মানুষ তিনি, তার সঙ্গে কাজ করব কীভাবে। শুটিং শুরু হলে অবশ্য জাহিদ ভাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি,' বলেন সুমাইয়া শিমু। 

ব্যক্তিগতভাবে জাহিদ হাসানকে মজার মানুষ বলে মনে করেন তিনি। 'শুটিংয়ের অবসরে তার সেটে থাকা মানেই হাসি আর আড্ডা। পরিবেশটা সবসময় আনন্দময় করে রাখতেন,' বলেন শিমু।

মাহফুজ আহমেদ 

মাহফুজ আহমেদের সঙ্গেও অনেক নাটক করেছেন সুমাইয়া শিমু। এই অভিনেতাকে বেশ 'সিরিয়াস' বলে ভাবেন তিনি। 

'মাহফুজ আহমেদ যেন একটু বেশিই সিরিয়াস। দৃশ্য ভালো না হওয়া পর্যন্ত ছাড় দেন না, বারবার করার তাগিদ দেন। কেউ কেউ হয়ত বলবেন যে, থাক আর দরকার নেই। কিন্ত, মাহফুজ আহমেদ কাজটি নিখুঁত করার জন্য একাধিক শট দেন,' বলেন সুমাইয়া শিমু।

মাহফুজ আহমেদের পরিচালনায় বেশ কিছু নাটকে কাজ করেছেন শিমু। বলেন, 'তিনি খুব সিনসিয়ার। যে কাজ করেন, সেখানেই সফল।' 

'রোমান্টিক লুকে মাহফুজ দুর্দান্ত। তাকে দর্শকরা অনেক পছন্দ করেন। ধীরস্থির একজন মানুষ। সহশিল্পী হিসেবে তিনি সত্যিই খুব ভালো,' বলেন সুমাইয়া শিমু।

মোশাররফ করিম

সুমাইয়া শিমুর পছন্দের সহশিল্পী ও বন্ধু মোশাররফ করিম।  একসঙ্গে অসংখ্য নাটক করেছেন দুজন। আলোচিতও হয়েছে অনেক নাটক। 

মোশাররফ করিম সম্পর্কে সুমাইয়া শিমু বলেন, 'সহশিল্পী হিসেবে এক কথায় যদি বলি, তাহলে বলব শতভাগ পারফেক্ট শিল্পী। এটা এদেশের দর্শকরা জানেন। আমরা দুজনে যখন অভিনয় করেছি, অনেক নাটকে ইমপ্রোভাইজেনশনের বিষয় ছিল। তার প্রতি বিশ্বাসটা ছিল।'

'আমি সংলাপ দেওয়ার পর তিনি দেবেন, রসায়নটা ভালো ছিল। মোশাররফ করিম ভাই জানতেন শিমু জবাব দেবে।'

দুজনের বোঝাপড়াও ভালো ছিল। মোশাররফ করিম শুটিং সেটে কাজের ফাঁকে বেশ আড্ডা দিতেন বলেও জানান সুমাইয়া শিমু।

'কীভাবে যেন আড্ডা দিয়ে সময় কেটে যেত। ক্যামেরার পেছনে মোশাররফ ভাই মজার মানুষ। তার ক্যারিয়ারের জার্নির অনেকটা সময় কাছ থেকে দেখেছি। সব মিলিয়ে অসম্ভব ভালো শিল্পী তিনি,' বলেন শিমু।

অপূর্ব

অভিনেতা অপূর্বর সঙ্গেও অনেক নাটকে কাজ করেছেন শিমু। তিনি বলেন, 'টানা ৭-৮ বছর একসঙ্গে প্রচুর কাজ করেছি। এমনও হয়েছে এক ঘণ্টার নাটক ও ধারাবাহিক মিলিয়ে মাসে ১২-১৩ দিন শুটিং করেছি একসঙ্গে।'

'এছাড়া, ঈদের সময় আমাদের দুজনের ৫-৬টি নাটক নিয়মিত  প্রচার হতো। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি।'

'অপূর্ব একজন ভালো অভিনেতা, ম্যাজিক জানা অভিনেতা।  রোমান্টিক নায়ক হিসেবে তো দারুণ,' মন্তব্য করেন সুমাইয়া শিমু।

তিনি আরও বলেন, 'অপূর্ব যখন একদম নতুন তখনই আমি সহশিল্পী হিসেবে তাকে পেয়েছি। তারপর অনেক জনপ্রিয় হয়ে উঠলেন। একজন ম্যাচিউরড মানুষ বলব তাকে। শুটিংয়ের ফাঁকে পরামর্শ দিতেন আমাকে।'

Comments

The Daily Star  | English

Only one agreement under Indian line of credit cancelled: Foreign adviser

Touhid says several agreements mentioned in social media discussions 'don't even exist'

1h ago