মফস্বলের ফুটবল নিয়ে মোশাররফ করিমের নতুন সিনেমা

কচি খন্দকার ও মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার পরিচালিত অনেক নাটক আলোচিত হয়েছে। এবার তিনি সিনেমা পরিচালনার ঘোষণা দিয়েছেন। সিনেমার নাম 'মাই ডিয়ার ফুটবল'।

তার প্রথম সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম। এই দুজনকে একসঙ্গে অনেক নাটকে তাদের দেখা গেছে। তাদের মধ্যে রসায়নও জমজমাট।

এ জন্যই নিজের প্রথম সিনেমায় মোশাররফ করিমকে নিয়েছেন বলে জানান নির্মাতা কচি খন্দকার।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'এবার সিনেমা নির্মাণের সাহস করেই ফেললাম। আমার প্রথম সিনেমাটি হবে মফস্বলের ফুটবল খেলা নিয়ে।'

কচি খন্দকার বেড়ে উঠেছেন মফস্বল এলাকায়। তিনি বলেন, 'ফুটবল খেলা নিয়ে মফস্বলের এখানকার উন্মাদনা তুলে ধরেছি। আশা করছি আগামী বছরের জুন মাস থেকে সিনেমার শুটিং শুরু করতে পারবো।'

তিনি আরও বলেন, 'এতো দেরি করার কারণ বৃষ্টি। জুন মাসটাকে সেই কারণেই বেছে নিয়েছি।'

মোশাররফ করিম প্রসঙ্গে এই নির্মাতা বলেন, 'আমার পরিচালনায় আলোচিত অনেক নাটকে তিনি অভিনয় করেছেন। আমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে। এর আগে ফুটবল নিয়ে টেলিভিশনে একটা প্রজেক্ট করেছিলাম৷ সেখানেও মোশাররফ করিম ছিলেন। এটা বেশ আলোচিত হয়েছিল।'

তিনি বলেন, 'আমার এই সিনেমার গল্পে কিছু লেয়ার রয়েছে। সেটা মোশাররফ করিমকে ছাড়া বানানো সম্ভব নয় বলে আমার ধারণা। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা নিয়ে এই সিনেমার গল্প।'

সিনেমার বাকি শিল্পীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'সেটা চমক হিসেবে থাক। খুব জলদি জানাব।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago