এখনো আলোচনায় ঈদের সিনেমা

সাম্প্রতিক ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। ২০ দিনের ব্যবধানে এর মধ্যে হলে টিকে আছে চারটি।
মুক্তির কয়েকদিন পরই পর্দা থেকে নামিয়ে দেওয়া হয় 'অন্তরাত্মা'। আর 'জ্বিন থ্রি' নেমে যায় এক সপ্তাহ পর। এখন হলে চলছে—বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২।
এর মধ্যে 'জংলি' সিনেমার হল ও শো সংখ্যা বেড়েছে। সিনেমাটি প্রতিযোগিতা করছে 'বরবাদ' ও 'দাগি'র সঙ্গে। 'চক্কর ৩০২' সিনেমারও শো ও হল সংখ্যা বাড়ছে।

মুক্তির ২০ দিন পর এসেও ঈদের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহে খুশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। সেইসঙ্গে আনন্দিত অভিনয়শিল্পীরাও।
'জংলি' সিনেমার নায়ক সিয়াম আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, 'রিলিজের দিন না, পহেলা বৈশাখ না, কোনো শুক্রবারও না। মুক্তির বিশতম দিনে এসে যে সিনেমা এমন অবিশ্বাস্য সাড়া পায়, সেই সিনেমা যে দর্শকদের হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে, সেই বার্তা আমরা পেয়ে গেছি। "জংলি"র জন্য ভালোবাসার এই মিছিল দীর্ঘ হোক।'

দ্য ডেইলি স্টারকে সিয়াম বলেন, 'মুক্তির বিশতম দিনেও দর্শকদের ভালোবাসা পাচ্ছে ঈদের সিনেমা—এটি বড় ঘটনা। সত্যিই আমরা আনন্দিত। অনেক খুশি পুরো টিম।'
শাকিব খান অভিনীত 'বরবাদ' এখনো সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এই সিনেমা এবার রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি করেছে। দেশের বাইরেও ভালো চলছে সিনেমাটি।

'বরবাদ' সিনেমার অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, 'মুক্তির এতদিন পরও ঈদের সিনেমা আলোচনায়। শিল্পী হিসেবে আমি অবশ্যই আনন্দিত। সেইসঙ্গে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি দর্শকদের প্রতি।'
'চক্কর ৩০২' সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, 'সিনেমাটি দর্শকরা দেখছেন এবং প্রশংসা করছেন। এটি ইতিবাচক দিক। তৃতীয় সপ্তাহে আমাদের হল বেড়েছে। আশা করছি সামনে আরও বাড়বে।'

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমি আশাবাদী মানুষ। এ দেশের দর্শক ভালো গল্পের সিনেমা দেখেন। মুক্তির এতদিন পরও আমাদের সিনেমা দেখছেন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।'
'দাগি' সিনেমার নায়িকা তমা মীর্জা বলেন, 'আমার বিশ্বাস সামনের আরও বেশকিছু দিন এমন সাড়া পাওয়া যাবে। এবারের ঈদের সিনেমা সত্যিই দর্শকদের মন ছুঁয়ে গেছে।'
Comments