কত কোটি টাকার টিকিট বিক্রি হলো ঈদের সিনেমার

ঈদের সিনেমা

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার এসেছে বরবাদ, দাগি, জংলি সিনেমা তিনটি। মুক্তির পর থেকে ঈদের চতুর্থ সপ্তাহেও এই সিনেমাগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

ঈদের সিনেমাগুলো কত কোটি টাকার গ্রস কালেকশন করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটা হিসাব দিয়েছে এগুলোর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ৭২টি প্রেক্ষাগৃহে চলছে বরবাদ। গ্রস কালেকশনে সবচেয়ে এগিয়ে রয়েছে এটি।

রিয়েল এনার্জি প্রডাকশন প্রযোজিত বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি দ্য ডেইলি স্টারকে বলেন, মুক্তির ২৫ দিন পর্যন্ত এ সিনেমার গ্রস কালেকশন ৬২ কোটি ৫৭ লাখ টাকা।  

দাগি সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দাগি সিনেমার গ্রস কালেকশন ৭ কোটি টাকার বেশি।

জংলি সিনেমার পরিচালক এম রাহিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ২৬ দিন শেষে এ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ২.৩১ কোটি টাকা।

চতুর্থ সপ্তাহে সিনেপ্লেক্সের সাতটি ব্রাঞ্চে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার ৩৯টি শো চলছে, যা তৃতীয় সপ্তাহে ছিল ৩৫টি। অন্যদিকে, সিনেপ্লেক্সের ছয়টি ব্রাঞ্চে আফরান নিশো অভিনীত দাগি সিনেমার ১৮টি শো চলছে। সিয়াম অভিনীত জংলি সিনেমার ২৩টি শো চলছে।

চতুর্থ সপ্তাহে মাল্টিপ্লেক্স লায়নে দর্শক চাহিদায় প্রতিদিন সাতটি শো পেয়েছে বরবাদ। অন্যদিকে জংলি পেয়েছে তিনটি শো এবং দাগি পেয়েছে দুটি শো।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago