নিজেই বরবাদ সিনেমার টিকিট পাইনি: শহীদুজ্জামান সেলিম

Actor Shahiduzzaman Selim
শহীদুজ্জামান সেলিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম নাটক-মঞ্চ–চলচ্চিত্র এবং ওটিটিতে অভিনয় নিয়ে বেশ সরব। এই ঈদে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হচ্ছে—বরবাদ, জংলি ও দাগি।

নতুন তিন সিনেমা নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

শহীদুজ্জামান সেলিম বলেন, দর্শকরা ঈদের সিনেমা দেখছেন। কোনো কোনো সিনেমা খুব বেশি দেখছেন। ঢাকাই সিনেমার জন্য এটা অবশ্যই ইতিবাচক দিক।

'দাগি' ও 'বরবাদ' সিনেমার টিকিট এখনো পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি কীভাবে দেখেন, জানতে চাইলে এই অভিনেতা বলেন, খুব ভালোভাবেই দেখি। তার মানে দর্শকরা সিনেমা দেখছেন। মানুষ হলমুখী হচ্ছেন। যত মানুষ হলমুখী হবেন ততবেশি এদেশের সিনেমার জন্য ভালো হবে।

এক প্রশ্নের জবাবে শহীদুজ্জামান সেলিম বলেন, আমি নিজেই বরবাদ সিনেমার টিকিট পাইনি। টিকিট পেলেই দেখব। আগামী কয়েকদিন টিকিট পাব কি না জানি না।

বরবাদ, দাগি ও জংলি—তিনটিই আপনার সিনেমা। কোনটিকে বেশি এগিয়ে রাখবেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। বাবার কাছে সব সন্তানই প্রিয়। আমার কাছে তিনটিই পছন্দের। যেসব সিনেমায় আমি অভিনয় করিনি, সেসবও আমার দেশের সিনেমা। আমার একটাই চাওয়া, মানুষ হলমুখী হোক।

এক ঈদে তিন সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন, তিনটি সিনেমা শুধু এই ঈদেই মুক্তি পায়নি, আরও একাধিক ঈদে মুক্তি পেয়েছে।

আফরান নিশো ও সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন, শহীদুজ্জামান সেলিম বলেন, দুজনেই আমার কাছের মানুষ। একই অঙ্গনের মানুষ। দুজনেই কাছের ছোট ভাই। সিয়ামের সঙ্গে সিনেমায় এবারই প্রথম কাজ করেছি। নিশোর সঙ্গে আগেও কাজ করেছি। দুজনই ভীষণ পরিশ্রমী। দুজনের জন্যই আমার ভালোবাসা।

'বরবাদ' সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে শহীদুজ্জামান সেলিম বলেন, শাকিব খানের সঙ্গে আগেও সিনেমা করেছি। 'বরবাদ' সিনেমায় খুব বেশি দৃশ্য তার সঙ্গে ছিল না। আদালতে একটি দৃশ্য ছিল। কিন্তু একই ফ্লাইটে আমরা ঢাকায় ফিরেছি। ফেরার সময় অনেক গল্প করেছি। সারাক্ষণ আমার খোঁজ নিয়েছেন, দারুণভাবে মিশেছেন। এটা ভালো লেগেছে।

কেউ কেউ বলছেন এদেশের সিনেমা শুধু ঈদকেন্দ্রিক ব্যবসা করছে। আপনি কি একমত, জানতে চাইলে তিনি বলেন, দেখুন, ভালো সিনেমা বছরের যেকোনো সময় ব্যবসা করতে পারে। অনেক উদাহরণ আছে কিন্তু। একটি সিনেমা তো পরিচালক, অভিনয়শিল্পী ও গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ হয়। আমি মনে করি ঈদ ছাড়াও সিনেমা ব্যবসা করতে পারে, যদি ভালো সিনেমা হয়।

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

13h ago