এখন থাকেন জাপানে, সেখানে যা করছেন অপর্ণা ঘোষ

অপর্ণা ঘোষ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'মৃত্তিকা মায়া' ও 'গণ্ডি' সিনেমায় অভিনয় করে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ। 'ভুবন মাঝি' সিনেমাও তাকে প্রশংসায় ভাসিয়েছে। আরও বেশ কয়েকটি সিনেমা করেছেন তিনি। তাকে বেশি দেখা গেছে নাটকে। যাত্রা শুরু করেছিলেন মঞ্চে অভিনয়ের মাধ্যমে। সম্প্রতি তার অভিনীত ধারাবাহিক নাটক 'মায়ার বাঁধন'-এর প্রচার শুরু হয়েছে।

বর্তমানে এই অভিনেত্রী আছেন জাপানে। মুঠোফোনে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

অপর্ণা ঘোষ বলেন, এই নাটকটি বেশ আগে করা। ভালো একটি গল্প আছে নাটকে। যতদূর মনে পড়ছে, জাপানে আসার আগে এটিই শেষ কাজ।

এই সহশিল্পী মোশাররফ করিম সম্পর্কে অপর্ণা বলেন, মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অনেকগুলো নাটক করেছি। একজন ভালো মানুষ তিনি। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শেখা যায়। অনেক কিছু শিখতে পেরেছি আমি। আমার কাছে মোশাররফ ভাই একটা ডায়েরি। তিনি যেসব উপদেশ দিতেন, আমি ডায়েরিতে নোট করে রাখতাম।

'চিন্তা-ভাবনার দিক থেকেও মোশাররফ করিম খুব ইতিবাচক। শুটিং সেটে কখনো বিরক্ত হতে দেখিনি। বরং সহযোগিতাই করেছেন।'

ছবি: ফেসবুক থেকে নেওয়া

অপর্ণা ঘোষের স্বামী জাপানে চাকরি করেন। সেই সুবাদে তিনিও এখন সেখানেই থাকেন। এখন তিনি সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছেন।

পরিচিত জগৎ থেকে দূরে থাকার বিষয়ে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, নাটক-সিনেমার জগৎ থেকে দূরে থাকতে তো খারাপ লাগছেই। শুটিংয়ের দিনগুলো মিস করি। আমরা একটা পরিবারের মতো ছিলাম। সবার কথা মনে পড়ে।

'এখানে যে স্কুলে শিক্ষকতা করছি, সেখানকার প্রিন্সিপাল জানেন আমি একজন অভিনয়শিল্পী। এজন্য আমাকে খুব সম্মান করেন। আমার শিক্ষার্থীরাও বিষয়টি জেনে গেছে। ওরাও খুব পছন্দ করে আমাকে। শিক্ষকতা পেশা উপভোগ করছি। খুব ভালো লাগে এই পেশা।'

ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাপানের কোন বিষয়টি বেশি ভালো লাগে, জানতে চাইলে অপর্ণা বলেন, 'এখানে ডিসিপ্লিন খুব ভালো লাগে। সবাই খুব শান্তিপ্রিয়।

'সাধারণত ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াই। আমার স্বামী ছবি তুলতে ও বেড়াতে ভালোবাসে। আমিও বেড়াতে পছন্দ করি। এই দেশের অনেক কিছু দেখেছি। অনেক ঘুরেছি।'

অপর্ণা বলেন, শুরুতে এখানকার খাবার বেশি ভালো না লাগলেও এখন লাগে। এই দেশের খাবার এখন বেশ পছন্দ আমার।

'যত দূরেই থাকি নিজের দেশকে মনে পড়ে। চেনা সবকিছু মনে পড়ে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

4h ago