তারকা সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

শাফিন আহমেদ, কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, মামলা, কপিরাইট আইন লঙ্ঘন, মাইলস ব্যান্ড,
শাফিন আহমেদ। স্টার ফাইল ফটো

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা, সংগীতশিল্পী ও সুরকার শাফিন আহমেদ আর নেই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা গেছেন ৬৩ বছর বয়সী এই সংগীত তারকা।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ জানান, তিনি আজই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেতা জায়েদ খানও শাফিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দ্য ডেইলি স্টারকে।

গত ২০ জুলাই ভার্জিনিয়াতে একটি কনসার্টে গান পরিবেশন করার কথা ছিল শাফিন আহমেদের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শো বাতিল করা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম শাফিন আহমেদের। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত।

যুক্তরাজ্যে পড়াশুনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে আসেন শাফিন আহমেদ এবং ব্যান্ড সংগীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস ব্যান্ড।

ব্যান্ড তারকা শাফিন আহমেদ মাইলসের গায়ক ও সুরকার ছিলেন। সেইসঙ্গে  দলটির হয়ে বেজ গিটারও বাজাতেন তিনি। সংগীতচর্চার পাশাপাশি একজন রাজনীতিবিদও ছিলেন শাফিন আহমেদ।

২০২১ সালে তিনি জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছিলেন শাফিন আহমেদ। তবে, ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago