‘কথা ক’ র‍্যাপ গানের সেজান এবার সিনেমার গানে

সেজান ও সানি। ছবি: সংগৃহীত

'কথা ক' গান দিয়ে আলোচনায় আসা র‍্যাপ সংগীতশিল্পী সেজান এবার নাম লেখালেন সিনেমার গানে।

র‍্যাপ গান দিয়ে জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেন সেজান। এবার তার 'এই শহর স্বার্থপর' গানটি আসছে 'প্রিয় মালতী' সিনেমায়। সেজান একা নন, আহমেদ হাসান সানি আছেন গানটিতে। 

গানের কথায় এই শহরের অর্থাৎ মহানগর ঢাকার নিম্ন–মধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে, 'মানুষ ভাসিয়া যায়, দুঃখের দিন/ এ শহর বর্বর, আর ক্ষমাহীন'। 

'প্রিয় মালতী' প্রেক্ষাগৃহে আসছে আগামী ২০ ডিসেম্বর। সিনেমাটির 'এই শহর স্বার্থপর' গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। গানটির সুর ও সঙ্গীত করেছেন সেজান। 

আজ  ১৭ ডিসেম্বর দুপুর দেড়টায় প্রকাশ পায় গানটির টিজার। এতে সানিকে তার স্বভাবসুলভ ঢংয়ে শুনতে পাওয়া গেছে, আর সেজানের কণ্ঠে ছিল র‍্যাপ অংশ। পুরো গানটি প্রকাশ পাবে রাতেই। 

গীতিকার, কণ্ঠশিল্পী সানি বলেন, 'এই শহরটা খুবই স্বার্থপর। এখানে ধনীরাই সুবিধাভোগী। গানের কথা, সুর ও গায়কীতে সেই ঢংটা রাখার চেষ্টা করা হয়েছে।' 

Comments

The Daily Star  | English

Beware of infiltrators, interim govt tells political parties

Draft ordinance discussed to ensure protection of July Uprising leaders

35m ago