কেমন হলো ঈদের সিনেমার গান

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোট ছয়টি সিনেমা। এসব সিনেমার গানের মধ্যে 'বরবাদ' সিনেমার 'চাঁদ মামা' ও 'জ্বীন ৩' সিনেমার 'কন্যা' গান দুটির ভিউ কোটির ঘর পার করেছে। ভিউয়ের শীর্ষে রয়েছে এই গান দুটি। ঈদের সিনেমার এই গান দুটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের পছন্দের তালিকাতেও রয়েছে।

এই গান দুটির পাশাপাশি সিনেমার অন্য গানগুলোও শ্রোতারা পছন্দ করেছে। কিছু গান ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করেছে, কিছু গান ভিউয়ের শীর্ষে রয়েছে। সবমিলিয়ে ঈদের সিনেমার গানের একটা জমজমাট বিষয় দেখা গেছে। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকাররা চেষ্টা করেছেন নিজেদের সেরাটা শ্রোতাদের উপহার দিতে। তবে সিনেমার গানের কথা, সুর, সংগীতে পরিবর্তন এসেছে। গানগুলো শুনলে সেটা স্পষ্ট বোঝা যায়। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার  গানগুলোর কী অবস্থা, তা নিয়ে এই লেখা।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার 'চাঁদ মামা' গানটি ২৮ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশনের চ্যানেলে প্রকাশ পায়। 'চাঁদ মামা' গানটি এক কোটি ভিউ পার করেছে। প্রীতম হাসানের কথা, সুর ও সংগীতে গানটি গেয়েছেন প্রীতম ও দোলা রহমান। গানের দৃশ্যে রয়েছেন শাকিব খান ও ভারতের নুসরত জাহান।

কামরুজ্জামান রোমান পরিচালিত 'জ্বীন থ্রি' সিনেমায় রবিউল ইসলাম জীবনের লেখা ইমরান ও কনার কণ্ঠে গাওয়া গান 'কন্যা'। ইউটিউবে এসেছে ১৭ মার্চ। এই গানটিও কোটি ভিউ অতিক্রম করেছে। গানের দৃশ্যে আছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল।

ভিউয়ের শীর্ষে থাকা গানগুলোর বাইরে অন্য গানগুলোর মধ্যে রয়েছে—'বরবাদ' সিনেমায় কোনাল-ইমরানের কণ্ঠে 'মায়াবী', প্রীতম হাসানের কণ্ঠে 'দ্বিধা'। একই সিনেমায় জিএম আশরাফের কণ্ঠে 'নিঃশ্বাস'। এছাড়া 'বরবাদ' সিনেমার 'মহামায়া' গানটি মুক্তি না পেয়েও শ্রোতারা বেশ পছন্দ করেছ গানটি। সোমেশ্বর অলির লেখা খায়রুল ওয়াসির সুরে 'মহামায়া' গানটি গেয়েছেন নোবেল।

এম রাহিম পরিচালিত 'জংলি' সিনেমায় প্রিন্স মাহমুদের কথা ও সুরে তাহসান-আতিয়া আনিশার কণ্ঠে 'জনম জনম'। ইমরান ও কনার কণ্ঠে 'বন্ধুগো শোনো'। একই সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে 'যদি আলো এসে' গানটি বেশ পছন্দ করেছে শ্রোতারা।

আরও রয়েছে শিহাব শাহীন পরিচালিত 'দাগি' সিনেমার 'একটুখানি মন' গানটি। সাদাত হোসাইনের লেখা সাজিদ সরকারের কম্পোজিশনে গানটি গেয়েছেন তাহসান ও মাশা। একই সিনেমায় 'নিয়ে যাবে কী' গানটির কথা লিখেছেন বাঁধন। সুর ও কণ্ঠ দিয়েছেন জেফার এবং সংগীত পরিচালনা করেছেন মার্ক ডন। এই গানগুলোও শ্রোতাদের পছন্দের তালিকায় এসেছে।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'অন্তরাত্মা' সিনেমায় ন্যান্সি-পিন্টু ঘোষের কণ্ঠে 'একা আড়ালে' গানটিও মোটামুটি পছন্দ করেছে।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago