ঈদে বৈচিত্র্যময় সিনেমার গান

ঈদের সিনেমার গান

ঈদুল আজহা ঘিরে মুক্তি প্রতীক্ষিত কয়েকটি সিনেমার গান প্রকাশিত হয়েছে। আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

এবার সিনেমাগুলোতে নানা বৈচিত্র্যময় গান স্থান পেয়েছে। গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়ণেও পরিবর্তন এসেছে। সিনেমার নায়ক-নায়িকার সঙ্গে গানগুলোতে কণ্ঠশিল্পীদেরও পর্দায় দেখা যাচ্ছে। এবার ঈদেও তেমন কিছু গান প্রকাশিত হয়েছে। সেই গানগুলোর মধ্যে বেশ কয়েকটি গান পছন্দ করেছেন দর্শকরা। সেইসব গান নিয়ে এই আয়োজন।

ঈদের 'তাণ্ডব' সিনেমার 'লিচুর বাগানে' গানটিতে ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের মিশ্রণ রয়েছে। গানটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন ভাগাভাগি করেছেন সাবিলা নূর। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার। আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন।

'তাণ্ডব' সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান।

সঞ্জয় সমদ্দার পরিচালিত ঈদের 'ইনসাফ' সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে 'তোমার খেয়ালে' গানটিতে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের পর্দা রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক। তন্ময় পারভেজের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন নিধি।

চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ঈদের 'টগর' সিনেমার 'ও সুন্দরী' গানটিতে নায়ক-নায়িকার সঙ্গে পর্দা উপস্থিতি দেখা গেছে কণ্ঠশিল্পী ইমরান-আতিয়া আনিসার। আলোক হাসান পরিচালিত 'টগর' সিনেমার গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানের সুর-সংগীত করেছেন ইমরান।

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত 'নীলচক্র' সিনেমার 'যেতে যেতে' গানটি গেয়েছেন মাশা ইসলাম। মিঠু খান পরিচালিত ওয়াহিদ বাবুর কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমন সাহা। 'যেতে যেতে' গানে শুভ ও মন্দিরা জুটির রসায়ন মন্দ লাগেনি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago