নিবিড় এখন আমাদের চেনে, হাসে, চলে এলে কান্না করে: কুমার বিশ্বজিৎ

কুমার বিশ্বজিৎ ও তার ছেলে নিবিড় কুমার। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান নিবিড় কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সেই দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান নিবিড়। কিন্তু, তাকে যেতে হচ্ছে দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে।

ছেলের চিকিৎসার জন্য কুমার বিশ্বজিৎ কানাডার টরন্টোতে আছেন অনেক দিন ধরে। প্রহর গুনছেন একমাত্র সন্তানের সুস্থ হয়ে ওঠার।

রোববার কুমার বিশ্বজিতের সঙ্গে দ্য ডেইলি স্টারের কথা হয় হোয়াটঅ্যাপে। তিনি বলেন, 'অপেক্ষা ছাড়া পথ নেই। অপেক্ষা করছি। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সব ঠিক হয়ে যায়।'

নিবিড়ের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, 'কথা বলতে পারে না। তবে ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে।'

আপনাদের চিনতে পারে? জবাবে কুমার বিশ্বজিৎ বলেন, 'চেনে। দেখার পর কিছুটা হাসে। আমরা চলে এলে কান্না করে।'

নিবিড় এখন আছেন একটি রিহ্যাব সেন্টারে। প্রায় এক বছর হয়ে গেছে সেখানে।

কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশুনা করছিলেন নিবিড়।

২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হন নিবিড়। তারপর থেকে কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী কানাডায় আছেন। মাঝে একবার কিছুদিনের জন্য দেশে এসেছিলেন কুমার বিশ্বজিৎ। এখন অপেক্ষায় রয়েছেন কানাডায়—নিবিড় সুস্থ হয়ে উঠবে, হাসি ফোটাবে বাবা-মার মুখে।

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

21m ago