বিতর্কিত মন্তব্য, কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হতে পারেন সোনু নিগম

সোনু নিগম। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। এজন্য ভক্তদের কাছে প্রশংসিত হয়েছেন। তবে পুরো ক্যারিয়ারে সমালোচনার মুখেও পড়েছেন অনেকবার। বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন। সংগীতশিল্পী সুখবিন্দর সিং, এ আর রহমানসহ অনেকের বিরুদ্ধেই মন্তব্য করেছেন। তবে আবার নতুন একটি বিতর্কে জড়িয়েছেন সোনু নিগম।

কেন বিতর্কে জড়ালেন

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুর একটি কলেজ ফেস্টে পারফর্ম করেন সোনু নিগম। সেখানে এক শিক্ষার্থী তাকে একটি কন্নড় গান গাওয়ার জন্য জোরাজুরি করেন। এ ঘটনায় তিনি রেগে যান।

ওই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সোনু বলেন, তিনি অনেক কন্নড় গান গেয়েছেন, তার সেরা অনেক গানই এই ভাষায়।

তিনি আরও বলেন, কর্ণাটক থেকে তিনি প্রচুর ভালোবাসা পেয়েছেন।

সোনু নিগমের মন্তব্য

সেদিনের ঘটনা নিয়ে তিনি বলেন, সেই শিক্ষার্থী তাকে কন্নড় গান গাওয়ার জন্য প্রায় হুমকি দিয়েছিলেন। তিনি এর তুলনা করেন পেহেলগামের সাম্প্রতিক ঘটনার সঙ্গে।

তিনি বলেন, 'একটি ছোট ছেলের এমন রূঢ় ও হুমকিস্বরূপ আচরণ আমার ভালো লাগেনি। সে বারবার 'কন্নড়, কন্নড়…' চিৎকার করছিল। এভাবেই তো পেহেলগামের মতো ঘটনা ঘটে। আমি কন্নড় ভাষাকে ভালোবাসি, আমি আপনাদের ভালোবাসি। আমি যেখানে যাই, হাজারো মানুষের ভিড়ে একজনও যদি 'কন্নড়' বলে, আমি তার জন্য কয়েক লাইন গান গাই। আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। তাই এমন আচরণ করা ঠিক নয়।'

সোনু নিগমকে নিষিদ্ধ করছে কন্নড় ইন্ডাস্ট্রি?

সোনু নিগমের ওই মন্তব্যের তিনি ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন। কর্ণাটকের অনেকেই মনে করছেন, এটি তাদের ভাষার প্রতি অসম্মান।

নিউজ এইটটিনের প্রতিবেদন অনুযায়ী, সোনু নিগমের ওই মন্তব্যের পর কর্ণাটকের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাকে নিষিদ্ধ করার কথা ভাবছে। কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স সোমবার এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে।

এই বৈঠকে অংশ নেবেন মিউজিক ডিরেকটরস অ্যাসোসিয়েশন ও প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আলোচনার বিষয় হবে— ভবিষ্যতের কোনো প্রকল্পে সোনু নিগমকে রাখা হবে কি না। সেখানে সংগীত পরিচালক সাধু কোকিলা, হরিকৃষ্ণ, অর্জুন জান্য ও ধর্মা বিশ উপস্থিত থাকবেন।

আইনি ব্যবস্থা

ইতোমধ্যে কর্ণাটকের অনেকে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই প্রেক্ষিতে বেঙ্গালুরু পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

Comments

The Daily Star  | English
probe committee for past elections in Bangladesh

Govt launches probe into last 3 national polls

The government has formed a committee to investigate alleged corruption, irregularities and criminal activities in the last three general elections.

55m ago