প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কুমার শানু

কুমার শানু। ছবি: সংগৃহীত

বলিউড গায়ক কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রীতা অভিযোগ করেন, তৃতীয়বার গর্ভাবস্থায় শানু ও তার পরিবার তাকে খাবার ও ওষুধ দিতেন না।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা তৈরি হয়।

রীতার অভিযোগের জবাবে কুমার শানু তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে আইনি চ্যালেঞ্জ করেছেন।

সানা এক বিবৃতিতে বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধরে কুমার শানু সংগীতের সঙ্গে আছেন। সারা বিশ্বে তার ভক্ত ছড়িয়ে আছে। কিছু মিথ্যা কথা সাময়িকভাবে হৈচৈ তুলতে পারে, কিন্তু একজন শিল্পীর সারাজীবনের সৃষ্টিকে মুছে দিতে পারে না।

তিনি আরও জানান, এ ধরনের মানহানিকর প্রচেষ্টার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। যেন শিল্পীর মর্যাদা, উত্তরাধিকার ও পরিবারের সম্মান রক্ষা পায়।

অন্যদিকে, রীতা ভট্টাচার্য ফিল্ম উইন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, শানু ছিলেন 'সন্দেহপ্রবণ' মানসিকতার এবং তাকে বাইরে বেরোতে দিতেন না।

রীতা অভিযোগ করেন, 'তিনি (শানু) পালিয়ে যান। এমনকি মাইক্রোওয়েভ ও ফ্যানও নিয়ে যান। এরপর দুধ ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেন। তবে ভাগ্যক্রমে দুধওয়ালা ও চিকিৎসক সেখানে আসতেন। আপনি জানেন না, এই মানুষটা আমাকে ও আমার তিন সন্তানকে কতটা কষ্ট দিয়েছেন।'

শানুর আইনি টিম বলছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং তার সুনামের জন্য ক্ষতিকর। তাই আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেন রীতার দাবিগুলো পরিষ্কারভাবে খণ্ডন করা যায়।

Comments