দুর্ঘটনার কবলে বিজয় দেবরাকোন্ডার গাড়ি

বিজয় দেবেরাকোন্ডা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা আজ মঙ্গলবার সকালে হায়দারাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায়।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, তিনি লেক্সাস এলএম৩৫০এইচ গাড়িতে অন্ধ্রপ্রদেশের পুত্তাপর্থি থেকে হায়দারাবাদে ফিরছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বিজয় দেবরাকোন্ডা সুস্থ আছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনায় পড়া অন্য গাড়িটি ঘটনাস্থল না থেমে হায়দারাবাদের দিকে পালিয়ে যায়।

দেবরাকোন্ডার চালক এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। কর্তৃপক্ষ মামলার তদন্ত শুরু করেছে বলে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়।

দুর্ঘটনার একদিন আগেই বিজয় দেবরাকোন্ডা তার পরিবারসহ শ্রী সত্য সাই বাবার প্রশান্তি নিলয়ম আশ্রম পরিদর্শনে যান।

সংবাদমাধ্যমটি জানায়, ৩ অক্টোবর অভিনেত্রী রাশমিকা মান্দান্নার সঙ্গে তার বাগদানের গুঞ্জন ছড়ায়। যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে পাপারাজ্জির দাবি।

ভক্তরা আশ্রম সফরের সময় বিজয়ের আঙুলে একটি আংটি দেখেছেন। এই আংটি রাশমিকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

বিভিন্ন সূত্রের দাবি, তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করার পরিকল্পনা করছেন। যদিও এখন পর্যন্ত দু'জনের কেউই বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।

সামাজিক মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে সেগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বলিউড হাঙ্গামা।

পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনার পর বিজয় দেবরাকোন্ডা এক বন্ধুর গাড়িতে করে নিরাপদে হায়দারাবাদে পৌঁছান।

অভিনেতার টিমও ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। এখনো পর্যন্ত বিজয় দেবরাকোন্ডা বা তার পরিবার এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

Comments

The Daily Star  | English

House rent allowance for MPO teachers raised to 15%, effective in two phases

7.5% house rent allowance from Nov 1, rising to 15% from July 1 next year

46m ago