৮০০ রুপির টিকিট ১ লাখ ২৯ হাজারে কিনলেন পবণ কল্যাণের ভক্ত

দক্ষিণ ভারতের পাওয়ার স্টার পবণ কল্যাণের 'দে কল হিম ওজি' সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়েছে। ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি রুপি আয় করেছেন। সিনেমাটির একটি টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার রুপিতে।
এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল ২৫ সেপ্টেম্বর।
রেকর্ড অগ্রিম বিক্রি
বলিউড লাইফ বলছে, সুজিত পরিচালিত এই সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সিনেমাটি নিয়ে ভারতে ও অন্যান্য দেশের দর্শকরা সমানভাবে আগ্রহ দেখাচ্ছেন। ডিভিভি এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি মুক্তির আগের দিনে অগ্রিম টিকিট বিক্রি থেকে ৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে।
ধারণা করা হচ্ছে, মুক্তির দিনে শুধু ভারতে সিনেমাটির অগ্রিম বুকিং ৫০ কোটির বেশি ছাড়াবে। এটি পবণ কল্যাণের ক্যারিয়ারে সর্বাধিক অগ্রিম বুকিং করা সিনেমা হয়ে উঠেছে।
১ লাখ ২৯ হাজার রুপির টিকিট!
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, লাক্কারাম গ্রামের আমুদালা পরমেশ একটি টিকিট কিনেছেন ১ লাখ ২৯ হাজার ৯৯৯ রুপিতে। তিনি পবণ কল্যাণের একজন ভক্ত। তবে টিকিটটির মূল্য ছিল মাত্র ৮০০ রুপি। নিলামে পাওয়া এই অর্থ পুরোটা দান করা হবে পবণ কল্যাণের রাজনৈতিক সংগঠন জন সেনা পার্টিতে।
সিনেমাটি সম্পর্কে
দে কল হিম ওজি সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত এবং প্রযোজনা করেছেন ডিভিভি দানাইয়া ও কেলিয়ান দাসারি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পবণ কল্যাণ। আর এই সিনেমার মাধ্যমে ইমরান হাশমির তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, শ্রেয়া রেড্ডি ও হরিশ উত্তরমান।
Comments