মমতাজউদ্দীন আহমদ পুরস্কার পাচ্ছেন মামুনুর রশীদ

মামুনুর রশীদ। ছবি: স্টার

বাংলা একাডেমির মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন গুণী নাট্যজন মামুনুর রশীদ।

আজ বৃহস্পতিবার এই পুরস্কার প্রাপ্তির চিঠি পেয়েছেন মামুনুর রশীদ। দ্য ডেইলি স্টারকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুনুর রশীদ বলেন, 'ভীষণ ভালো লাগছে। যে কোনো পুরস্কার আনন্দের। আমিও আনন্দিত। এখন এসব পুরস্কার এক ধরনের তৃপ্তি দেয়, অনেক আনন্দ দেয়, গভীর সুখের অনুভূতি জাগায়।'

তিনি আরও বলেন, 'অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ ছিলেন আমার খুব কাছের মানুষ এবং প্রিয় মানুষদের মধ্যে অন্যতম। তিনি বয়সে বড় হলেও বন্ধু ছিলেন। তার নামে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করেছে। সেই পুরস্কার আমি পাচ্ছি জেনে সত্যি আপ্লুত।'

'আজ চিঠি পাওয়ার পর থেকেই বারবার মমতাজউদ্দীন আহমদের কথা মনে পড়ছে। তিনি নাট্যকার ছিলেন, আমিও নাট্যকার। একই পথের মানুষ আমরা। এক জীবনে কত শত স্মৃতি আমাদের', যোগ করেন মামুনুর রশীদ।

২০২১ সালে এই পুরস্কার পান নাট্যজন আসাদুজ্জামান নূর। ২০২০ সালে পুরস্কারটি পেয়েছেন ড. রতন সিদ্দিকী।

মামুনুর রশীদ বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মঞ্চ নাটক ও পথ নাটকে তার অবদান অনেক। তিনি অসংখ্য মঞ্চ নাটক রচনা ও পরিচালনা করেছেন, টেলিভিশন নাটকে অভিনয় করছেন ৫০ বছর ধরে।

এ ছাড়া নাট্যকার হিসেবেও সমাদৃত তিনি। দেশ-বিদেশে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। অভিনয়কলায় অবদানের জন্য পেয়েছেন একুশে পদক, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সম্প্রতি তার রচনা ও পরিচালনায় রাঢ়াঙ নাটকের ২০০তম মঞ্চায়ন হয়েছে।

Comments

The Daily Star  | English
Former president Hamid airport CCTV footage

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

10h ago