রোজার মধ্যে ভুল করে কেক খেলেন অনন্ত জলিল

ছবি: সংগৃহীত

রোজা রাখা অবস্থায় ভুলে নিজের জন্মদিনের কেক খেয়ে ফেলেছেন অনন্ত জলিল।

তাকে কেক কেটে খাইয়ে দিচ্ছলেন তার 'কিল হিম ' সিনেমার পরিচালক মো. ইকবাল।

অনন্ত জলিল কেক নিয়ে খেতে শুরু করলে সামনে থেকে কয়েকজন বলতে থাকেন 'ভাই, রোজা! রোজা!' তারপর মুখ থেকে কেক ফেলে দেন অনন্ত জলিল।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, 'আজ আমার জন্মদিন মানেই বিশেষ দিন।অনেক দূর-দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

আসছে ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত 'কিল হিম' সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল।

Comments

The Daily Star  | English

'While there have been some setbacks in law and order, we're taking necessary steps'

Home Adviser Jahangir Alam Chowdhury says investigation into Rajbari unrest is underway

47m ago