আমি খুব মজা পেয়েছি দর্শক আমাকে চিনতে পারেনি : ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: আনুষ্ঠানিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: আনুষ্ঠানিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়িকা জান্নাতুল ঐশী অভিনীত নতুন সিনেমা আদম মুক্তি পেয়েছে এক মাস আগে। আদমে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এর আগে তার আরও ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়াও, মুক্তির অপেক্ষায় আছে 'নূর' চলচ্চিত্র।

সবশেষ মুক্তি পাওয়া সিনেমা আদম এবং অন্যান্য বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন চলচ্চিত্র নায়িকা ঐশী।

সবশেষ মুক্তি পাওয়া সিনেমা নিয়ে বলুন?

ঐশী: আদম আমার মুক্তি পাওয়া সবশেষ সিনেমা। গত রোযার ঈদে মুক্তি পেয়েছে। আদম সিনেমা যারা দেখেছেন, তারা সবাই খুব প্রশংসা করেছেন। এটাই আদম সিনেমার বড় প্রাপ্তি। সবশেষ খুলনা শহরের একটি হল সরেজমিনে পরিদর্শন করে এলাম আদম সিনেমার জন্য। সবার সঙ্গে বসে সিনেমাটি দেখেছি খুলনা গিয়ে। দারুণ দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।

আদম সিনেমার পোস্টার। ছবি: আনুষ্ঠানিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
আদম সিনেমার পোস্টার। ছবি: আনুষ্ঠানিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

ইতোমধ্যে কতবার  দেখেছেন আদম সিনেমাটি ?

ঐশী: মুক্তির দিন প্রথম দেখেছি। সকালবেলা ফার্স্ট শো দেখেছি। হাউজফুল ছিল প্রথম শো। খুব ভালো লেগেছে। আরও ২ বার দেখেছি দর্শকদের সঙ্গে। খুলনা নিয়ে মোট ৪ বার দেখা হবে। আসলে হল ভিজিট করতে গিয়েই দেখতে হয়েছে।

নিজের সিনেমা দেখতে গিয়ে মজার কোনো ঘটনা ঘটেছে কি ?

ঐশী: ঘটেছে। এবার আদম সিনেমা দেখার পর একজন বয়স্ক দর্শক আমাকে দেখার পর এগিয়ে আসেন। তিনিও সিনেমাটি দেখে বের হয়েছেন তখন। কিন্ত তার বিশ্বাস হচ্ছিল না আদম সিনেমায় আমিই অভিনয় করেছি। কেননা, আদম সিনেমায় আমাকে অনেক কালো দেখা গেছে। বাস্তবের সঙ্গে না কি তিনি কোনো মিল খুঁজে পাচ্ছেন না, তাই তার সন্দেহ হচ্ছিল। আমি খুব মজা পেয়েছি দর্শক আমাকে চিনতে পারে নি।

সিনেমার প্রচারে ঢাকার বাইরে আর কোথাও গিয়েছেন কি?

ঐশী : সিরাজগঞ্জে একটি হল ভিজিট করেছি। সেখানে একজন চিকিৎসক একটা সিনেমা হল নির্মাণ করিয়েছেন।  সেখানে গিয়ে সিনেমা হল দেখে মুগ্ধ হয়েছি। হল মালিকের রুচির প্রশংসা করতেই হয়। তিনি এবং তার স্ত্রী মিলে হলটি করেছেন। ওখানে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেও ভালো লেগেছে।

নতুন প্রজন্মের নায়িকা হিসেবে সিনেমা নিয়ে স্বপ্ন?

ছবি: আনুষ্ঠানিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
ছবি: আনুষ্ঠানিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

ঐশী: সিনেমার সঙ্গে থাকতে চাই এবং ভালো সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই। ডে বাই ডে শিখতে চাই । আদম সবার প্রশংসা কুড়াচ্ছে। এইরকম করে মানুষের প্রশংসায় থাকতে চাই।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago