‘সুড়ঙ্গ’ নিজেই নিজের সঙ্গে প্রতিযোগিতা করবে

দুই তারকা ডেইলি স্টার অফিসে আড্ডায় বসে কথা বলেছেন সুড়ঙ্গ সিনেমা নিয়ে। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার
দুই তারকা ডেইলি স্টার অফিসে আড্ডায় বসে কথা বলেছেন সুড়ঙ্গ সিনেমা নিয়ে। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

আফরান নিশো টেলিভিশন নাটক ও ওয়েব ফিল্মের পরীক্ষিত অভিনেতা। দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ও সুনাম ধরে রেখে অভিনয় করে আসছেন। অন্যদিকে তমা মীর্জা সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। এবার প্রথমবারের মতো এই ২ শিল্পী বড় পর্দায় জুটি হয়েছেন।

আফরান নিশো ও তমা মীর্জা জুটির প্রথম সিনেমার নাম সুড়ঙ্গ। রায়হান রাফী পরিচালিত এই সিনেমা এবারের ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে।

সুড়ঙ্গ সিনেমায় নিশো অভিনয় করেছেন মাসুদ চরিত্রে। তমা অভিনয় করেছেন ময়না চরিত্রে। দুই তারকা ডেইলি স্টার অফিসে আড্ডায় বসে কথা বলেছেন সুড়ঙ্গ সিনেমা নিয়ে। মাসুদ চরিত্রে অভিনয় করে কেমন লেগেছে? এ প্রশ্নের জবাবে নিশো বলেন, 'এক কথায় অসাধারণ। খুব কষ্ট করেছি চরিত্রটির জন্য। খুব যত্ন নিয়ে চরিত্রটি করেছি। দর্শকরা একজন মাসুদকে খোঁজে পাবেন আমার মধ্যে।'

দুই তারকা ডেইলি স্টার অফিসে আড্ডায় বসে কথা বলেছেন সুড়ঙ্গ সিনেমা নিয়ে। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার
দুই তারকা ডেইলি স্টার অফিসে আড্ডায় বসে কথা বলেছেন সুড়ঙ্গ সিনেমা নিয়ে। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

একই প্রশ্ন ছিল তমা মীর্জার কাছেও--কেমন লেগেছে ময়না চরিত্রে অভিনয় করে? তিনি মিষ্টি হেসে বলেন, 'দারুণ লেগেছে। মজার মজার অনেক অভিজ্ঞতা হয়েছে। ময়না নামটি যেমন সুন্দর, ময়না চরিত্রটিও বেশ ভালো। দর্শকরা নিশো ভাইয়ের মতো আমাকেও ময়না হিসেবে খোঁজে পাবেন রূপালি পর্দায়।'

ঈদে সুড়ঙ্গ মুক্তি পাবে কিন্তু তার আগেই সারা দেশে ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। বিশেষ করে এই সিনেমায় নিশোর লুক এবং অভিনয় দর্শকরা বেশ ভালো মতো নিয়েছেন, যা ট্রেইলারের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে। নিশো বলেন, 'ভীষণ সাড়া পাচ্ছি চারদিক থেকে। এতটা সাড়া পাব ভাবিনি। সবাই প্রশংসা করছেন। তমার ভাষায়, সুড়ঙ্গ সত্যিই চমক নিয়ে আসছে। আর মাত্র কটা দিন পরই সে চমক দেখা যাবে। সিনেমাটি দেখার জন্য আমিও অপেক্ষা করছি।'

সুড়ঙ্গ সিনেমার ট্রেইলার

সিনেমার প্রচারের জন্য এই জুটি সারাদিন এবং রাতের একটা অংশ ছুটছেন টেলিভিশন ও পত্রিকা অফিসে। অন্যদিকে সুড়ঙ্গ ছাড়াও শাকিব খানের সিনেমাও ঈদে মুক্তি পাচ্ছে। কোনো ভয়, টেনশন  হচ্ছে কি না? প্রতিযোগিতা মনে হচ্ছে কি না? এই প্রশ্নগুলো শুনে একটু ভাবেন নিশো। তারপর হাসতে হাসতে বলেন, 'সিনেমায় আমি নতুন, কিন্তু অভিনয়ে নই। অভিনয়ে আমার লম্বা জার্নি। কাজেই কোনোরকম ভয় নেই, টেনশন নেই। প্রতিযোগিতার কথাও ভাবছি না।

নিশোর উত্তর কেড়ে নিয়ে তমা বলেন, 'সুড়ঙ্গ নিজেই নিজের সঙ্গে প্রতিযোগিতা করবে। গল্প, মেকিং আর শিল্পীদের ভালোবাসা সুড়ঙ্গকে অনেক দূর নিয়ে যাবে।'

দু'জন দীর্ঘ সময় নিয়ে দেশের বিভিন্ন জায়গায় শুটিং করেছেন। কোনো খুনসুটি বা মান অভিমান হয়েছে কি? এ প্রশ্নের উত্তরে তমা বলেন, 'না না । মান-অভিমানের প্রশ্নই আসে না। দুইজনের বোঝাপড়াটা সুন্দর ছিল। পরিচালক যেভাবে চেয়েছেন, আমরা সেভাবেই অভিনয় করেছি। একটু অবসর পেলে মজা করেছি, গল্প করেছি । কিন্তু মান অভিমান হয়নি।

নিশো জানান, 'তমা ভালো অভিনয় করেছেন। শুটিংয়ে আমাদের সুন্দর সময় কেটেছে। আমরা অভিনয় নিয়েই ব্যস্ত ছিলাম।'

এই সিনেমাটি মূলত কাদের জন্য?  নিশো বলেন, 'সুড়ঙ্গ গণমানুষের সিনেমা। সুড়ঙ্গ দর্শকদের সিনেমা। সবার সিনেমা। তমা বলেন, 'একটি সিনেমার প্রাণ হচ্ছে দর্শক। সুড়ঙ্গ, দর্শকদের ভালোবাসায় ভাসবে।'

দুই তারকা ডেইলি স্টার অফিসে আড্ডায় বসে কথা বলেছেন সুড়ঙ্গ সিনেমা নিয়ে। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার
দুই তারকা ডেইলি স্টার অফিসে আড্ডায় বসে কথা বলেছেন সুড়ঙ্গ সিনেমা নিয়ে। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

ঈদে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ, নিশো কতটা উচ্ছ্বসিত? কোনোকিছু না ভেবেই তিনি বলেন, 'দারুণ উত্তেজিত, উচ্ছ্বসিত ও আনন্দিত আমি।' তমা বলেন, 'আমিও।'

শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন দুজনেই। তমা বলেন, 'চট্টগ্রামে শুটকির দোকানে শুটিং ছিল। দারুণ অভিজ্ঞতা হয়েছে।' নিশো বলেন, 'শুটকির  মধ্যে শুটিং করতে মন্দ লাগেনি। ভালোই লেগেছে। তা ছাড়া শুটকি আমার খুব প্রিয়।'

সুড়ঙ্গর পরিচালক ও টিমের প্রতি কৃতজ্ঞতা জানান নিশো । তিনি বলেন, 'পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ। পুরো টিম সাপোর্ট দিয়েছেন। আমরাও কষ্ট করেছি। একটি  সিনেমা সবার । একার না। কষ্ট হলেও তা ভুলে গিয়েছিলাম শুটিং করার সময়।'

এই সিনেমার কাজে তমা কতটুকু কঠোর পরিশ্রম করেছে, তা জানতে চাই নিশোর কাছে।

নিশো বলেন, 'তমা অনেক পরিশ্রম করেছেন। অনেক সময় দিয়েছেন। এছাড়া সবাই সর্বোচ্চ শ্রম দিয়েছেন সুড়ঙ্গর জন্য। একই প্রশ্নের জবাবে তমা বলেন, নিশো ভাই বড় মাপের অভিনেতা। তার অভিনয় পছন্দ করি। এই সিনেমায় তিনি অসম্ভব পরিশ্রম করেছেন।

ঈদের ছুটিতে আপনারা সিনেমাটির প্রচারের জন্য কি কি পরিকল্পনা করেছেন? নিশো এই প্রশ্নের জবাবে বলেন, 'কিছু পরিকল্পনা তো আছেই। আমরা বিভিন্ন হলে হলে যাব। দর্শকদের সঙ্গে কথা বলব। তাদের ভালোবাসার প্রকাশ দেখব।'

দর্শকদের উদ্দেশে দুজনেই বলেন, 'আপনারা হলে আসুন, সুড়ঙ্গ দেখুন। সুড়ঙ্গ আপনাদের সকলের সিনেমা। সুড়ঙ্গ ভালো গল্পের সিনেমা।'

 

Comments

The Daily Star  | English
Former president Hamid airport CCTV footage

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

10h ago