আইসিইউ থেকে ছাড়া পেয়ে বাড়িতে ম্যাডোনা

মার্কিন পপ তারকা ম্যাডোনা। ফাইল ছবি: এএফপি
মার্কিন পপ তারকা ম্যাডোনা। ফাইল ছবি: এএফপি

ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন পপ সুপারস্টার ম্যাডোনা। আজ তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাসায় ফিরে গেছেন।

আজ শুক্রবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ম্যাডোনা এখন কিছুটা সুস্থ বোধ করছেন।

সিএনএনকে এক সূত্র জানিয়েছেন, ম্যাডোনাকে হাসপাতাল থেকে ১টি ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে করে নিউ ইয়র্কের বাড়িতে নিয়ে যাওয়া হয়।  

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তার ম্যানেজার গাই ওজেরি জানান, ম্যাডোনা 'গুরুতর পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণে' আক্রান্ত হয়েছেন।  

'আমরা আশা করছি ম্যাডোনা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন', যোগ করেন তিনি।

৬৪ বছর বয়সী ম্যাডোনা গত শনিবার অসুস্থ হয়ে পড়েন। এজন্য তাকে কয়েক দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

খুব শিগগির ম্যাডোনার ৭ মাসব্যাপি বিশ্ব সফর শুরুর কথা ছিল। চূড়ান্ত মহড়ার শেষ পর্যায়ে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন।

২ সপ্তাহ পর কানাডায় শুরু হতে যাওয়া এ সফরে ম্যাডোনা বিশ্বের বিভিন্ন অংশের ৪৫টি শহরে যেয়ে নাচ-গান পরিবেশন করার কথা ছিল।

সঙ্গীত অঙ্গনে ৪০ বছরে পা দেওয়া উপলক্ষে আয়োজিত এই ট্যুর ছিল তার ক্যারিয়ারের ১২তম বিশ্ব সফর। 

ফর্বস ম্যাগাজিন ম্যাডোনাকে 'নিজের প্রচেষ্টায়' ধনী হওয়া নারীদের তালিকায় ৪৫তম স্থানে জায়গায় দিয়েছে। মার্কিন পত্রিকাটির দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৫৮০ মিলিয়ন ডলার এবং শুধু কনসার্ট থেকেই তিনি ১ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করেছেন।  

Comments

The Daily Star  | English

ACC to scrutinise affidavits of aspirants

For the first time, the Anti-Corruption Commission will scrutinise the affidavits of general election aspirants to hold them accountable for their declared assets and liabilities.

8h ago