সুইডেনে অপ্রত্যাশিত মূল্যস্ফীতি, অন্যতম কারণ বিয়ন্সের কনসার্ট

৭ বছর পর একক কনসার্ট করছেন বিয়ন্সে। ছবি: এএফপি
৭ বছর পর একক কনসার্ট করছেন বিয়ন্সে। ছবি: এএফপি

সাম্প্রতিকালে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়েছে। এর জন্য মূলত ইউক্রেন যুদ্ধ এবং এর ফলে সৃষ্টি হওয়া সরবরাহ শৃঙ্খলে নানা প্রতিবন্ধকতার কথাই এতদিন বলে এসেছেন বিশেষজ্ঞরা। তবে সুইডেনে ঘটেছে ভিন্ন ঘটনা।

আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত মাসে সুইডেনে প্রখ্যাত পপ তারকা বিয়ন্সে নোলস (৪২)-এর কনসার্টের কারণে দেশটিতে হোটেল ও রেস্তোরাঁর খাবারের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। যার ফলে সুইডেনের অর্থনীতির ওপর বড় প্রভাব পড়েছে।

মে মাসে সুইডেন মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ, যা অপ্রত্যাশিত।

এই অবিশ্বাস্য মূল্যস্ফীতির পেছনে মূল কারণ ছিল হোটেল-রেস্তোরাঁর পণ্য ও সেবার দাম বাড়তে থাকা।

সুইডেনের ডান্সকে ব্যাংকের অর্থনীতিবিদ মাইকেল গ্রান জানান, খুব সম্ভবত হোটেলের ভাড়া বেড়ে যাওয়ার কারণ বিয়ন্সের কনসার্ট।

সার্বিকভাবে, অবকাশযাপন ও সাংস্কৃতিক খাতে ব্যয় বেড়ে যাওয়ার পেছনেও তার সঙ্গীতানুষ্ঠানের ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বিবিসিকে বলেন, 'আমি সুইডেনের উচ্চ মূল্যস্ফীতির জন্য বিয়ন্সেকে পুরোপুরি দায় দেব না, তবে তার কনসার্ট দেখার বৈশ্বিক চাহিদার কারণে কিছুটা হলেও এর ওপর প্রভাব পড়েছে।'

প্রায় ৭ বছর পর বিয়ন্সে সলো ট্যুরে বের হয়েছেন, যা একটি বড় খবর। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর নাগাদ এই ট্যুর শেষ হতে হতে তিনি ২ বিলিয়ন পাউন্ডের মতো আয় করবেন।

এয়ারবিএনবি জানিয়েছে, তিনি যেসব শহরে কনসার্ট করছেন, সেগুলোতে বাড়ি ভাড়া নেওয়ার চাহিদা আকাশচুম্বী। বেশিরভাগ ক্ষেত্রেই কনসার্টের টিকিট কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে যায় এবং কালোবাজারে চড়া দামে বিক্রি হতে থাকে।

যুক্তরাজ্যের কার্ডিফে বিয়ন্সের কনসার্টে ৬০ হাজার মানুষ যোগ দেয়। লেবানন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকেও ভক্তরা আসেন তার পরিবেশনা উপভোগ করতে।

সুইডেনের স্টকহোমে আয়োজিত কনসার্টে বিয়ন্সে ২ রাত ৪৬ হাজার দর্শকের সামনে সঙ্গীত পরিবেশনা করেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই কনসার্ট দেখার জন্য সুইডেনে আসেন। সুইডেনের স্থানীয় মুদ্রা ক্রোনার বিপরীতে ডলারের উচ্চ মূল্যের কারণে অনেকেই এখানে এসে কনসার্ট দেখার বিষয়ে আগ্রহী ছিলেন।

ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর নাগাদ চলমান ট্যুর শেষ হতে হতে তিনি ২ বিলিয়ন পাউন্ডের মতো আয় করবেন। ছবি: রয়টার্স
ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর নাগাদ চলমান ট্যুর শেষ হতে হতে তিনি ২ বিলিয়ন পাউন্ডের মতো আয় করবেন। ছবি: রয়টার্স

সুইডেনের পর্যটন বিষয়ক ওয়েবসাইট 'ভিজিট স্টকহোম' দেশের পর্যটন খাতের এই ঊর্ধ্বগতিকে 'বিয়ন্সে ইফেক্ট' বলে অভিহিত করেছে।

মে মাসের মূল্যস্ফীতি প্রাক্কলন অনুযায়ী ৯ দশমিক ৪ শতাংশ হওয়ার কথা থাকলেও বিয়ন্সের কনসার্টের প্রভাবে তা ৯ দশমিক ৭ শতাংশ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অর্থনীতিবিদ গ্রান বিবিসিকে জানান, 'একজন শিল্পীর এককভাবে একটি দেশের অর্থনীতির ওপর এত বড় প্রভাব ফেলার বিষয়টি 'অত্যন্ত বিরল'। বড় ফুটবল প্রতিযোগিতাও এ ধরনের প্রভাব ফেলতে পারে।'

তিনি জানান, জুনে অর্থনীতি আবারও স্বাভাবিক ধারায় ফিরবে বলে তিনি আশাবাদী।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

6h ago