ভারতীয় সেন্সর বোর্ড সুড়ঙ্গের প্রশংসা করেছে: রায়হান রাফি

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আফরান নিশো ও তমা মির্জা জুটির প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তির ৩ সপ্তাহ চলছে। এখনো দর্শক ধরে রেখেছে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি। দর্শকদের ব্যাপক আগ্রহ সিনেমাটি নিয়ে।

আগামী সপ্তাহ থেকে অর্ধশত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সুড়ঙ্গ।

এদিকে সুড়ঙ্গর জন্য অপেক্ষা করছে নতুন সংবাদ। এতদিন শোনা গিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে ‍মুক্তি পাবে সিনেমাটি। আজ জানা গেল, ভারতীয় সেন্সর বোর্ড সুড়ঙ্গ দেখেছে এবং প্রশংসা করেছে।

রায়হান রাফি। ছবি: স্টার/ অর্কিড চাকমা

আজ শুক্রবার বিকেলে দ্য ডেইলি স্টারকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফি।

তিনি বলেন, 'ভারতীয় সেন্সর বোর্ড সুড়ঙ্গ সিনেমার প্রশংসা করেছে। খুব ভালো লেগেছে সুড়ঙ্গ তাদের কাছে। খবরটি একজন পরিচালক হিসেবে অনেক আনন্দের। অনেক ভালো লাগছে খবরটি জেনে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশে সুড়ঙ্গ এখনো খুব ভালোভাবে চলছে। দর্শকদের মধ্যে এখনো বেশ ভালো আগ্রহ আছে। আশা করছি আগামী সপ্তাহ থেকে হল সংখ্যা বাড়বে। দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ।'

রায়হান রাফি আরও বলেন,'পাশের দেশ ভারতের দর্শকরাও সুড়ঙ্গ দেখতে চান। আমরা চাই সেখানেও সুড়ঙ্গের ঢেউ ছড়িয়ে পড়ুক। বাংলাদেশের সিনেমার জয় হোক।'

ভারতে কবে নাগাদ মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ— এই প্রশ্নের জবাবে রায়হান রাফি বলেন, 'সম্ভবত ২১ জুলাই মুক্তি পেতে পারে। তারিখটি শিগগির জানা যাবে।'

ভারতে সুড়ঙ্গ মুক্তি পেতে যাচ্ছে, এই খবরে সিনেমার নায়িকা তমা মির্জা বেশ খুশি। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে অসংখ্য সিনেমাপ্রেমী রয়েছেন। সুড়ঙ্গ তাদের ভালোবাসায় সিক্ত হোক এটাই চাওয়া।'

সিনেমাটির নায়ক আফরান নিশো বলেন,'বাংলাদেশের সিনেমার জয় হোক, ভালো সিনেমার জয় হোক। কলকাতার দর্শকরা সুড়ঙ্গ দেখবেন। তাদের ভালোবাসার প্রকাশ দেখার অপেক্ষায় আছি।'

Comments

The Daily Star  | English

19 killed in Nepal in 'Gen Z' protest over social media ban

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

5h ago