নতুন ওয়েব ফিল্মে ২ লুকে রুনা খান

রুনা খান। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

অভিনয়শিল্পী হিসেবে রুনা খান সবসময় নতুন নতুন চরিত্রের জন্য নিরন্তর ছুটে চলেন। ব্যতিক্রমী গল্প তাকে টানে সবসময়। সেই ধারাবাহিকতায় এবার তিনি একটি ওয়েব ফিল্মে ২ চরিত্রে অভিনয় করেছেন।

ওয়েব ফিল্মটির নাম `শোধ'। এই ওয়েব ফিল্মে ২ লুকে দর্শকরা তাকে দেখতে পাবেন।

রুনা খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শোধ মূলত, প্রেম-বিশ্বাস ও প্রতিশোধের ফিল্ম। সচরাচর একটি ফিল্মে একটি চরিত্রে রূপদান করি। কিন্ত শোধে দুটি চরিত্র করেছি।'

সম্প্রতি গাজীপুর ও মানিকগঞ্জে শোধের শুটিং শেষ করেছেন তিনি । এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। ওয়েব ফিল্মটিতে তার স্বামীর চরিত্রে অভিনয়ও করেছেন শাহরিয়ার নাজিম জয়।

রুনা খানের ২ লুক। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী রুনা খান বলেন, 'কাজটি খুব চ্যালেঞ্জিং ছিল। সেই চেষ্টা শতভাগ করেছি। কয়েকটি দিন চরিত্রের মধ্যেই বসবাস করেছি।'

২ লুকের একটিতে তাকে দেখা যাবে গ্রামের সহজ-সরল গৃহবধূ হিসেবে। আরেকটি লুকে দেখা যাবে শহরের এক আধুনিক নারী হিসেবে।

রুনা খান বলেন, 'কাজটি করতে গিয়ে খুব উপভোগ করেছি। শিল্পীর কাজ চরিত্র হয়ে উঠা। শোধে তা করেছি।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম এটি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।'

রুনা খান। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

এদিকে নতুন ওয়েব ফিল্ম ছাড়াও সম্প্রতি 'বক' নামের আরও নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন রুনা খান। বক পরিচালনা করেছেন মাসুদ পথিক।

এ ছাড়া, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত 'বোধ' ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছন তিনি। পাশাপাশি গৌতম কৌরীর 'আন্তঃনগর' ওয়েব ফিল্মটির জন্যও সবার কাছ থেকে সাড়া পেয়েছেন ।

মন্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনেত্রী রুনা খান 'হালদা' সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells as students enter Secretariat

A chase and counter chase were going on as of filing the report around 4:15pm

1h ago