আমার কো-আর্টিস্ট ছিল কুকুর: ইয়াশ রোহান

কুকুরের সঙ্গে ইয়াশ রোহানের অভিনয়। ছবি: সংগৃহীত

চরকি অরিজিনাল সিরিজ 'প্রচলিত' 'হাতবদল' গল্প দিয়ে শেষ হচ্ছে। এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। 

আবিদ মল্লিক পরিচালিত ১৮ মিনিটের পর্বটি আজ বৃহস্পতিবার রাতে মুক্তি পাবে। 'প্রচলিত' সিরিজে ছিল পাঁচটি পর্ব- রিংটোন, বিলাই, বেওয়ারিশ, কলিংবেল ও হাতবদল। 

সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমি, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ ও অশোক বেপারীসহ অনেকেই।

ইয়াশ রোহান বলেন, 'আমার জন্য কাজটা খুবই ইন্টারেস্টিং ছিল। কারণ আমার কো-আর্টিস্ট ছিল কুকুর। এতে খুব খুশি হয়ে যাই। কুকুর-বিড়াল আমার খুব পছন্দের। কাজের আগের দিন সেটে গিয়ে কুকুরের সঙ্গে সময় কাটিয়েছি। তার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব হয়ে যায়। এটা নতুন ধরনের অভিজ্ঞতা আমার জন্য।'

তিনি আরও বলেন, 'আমার গল্প খুবই প্রচলিত। যেটা ছোটবেলায় মায়ের কাছে কিচ্ছা হিসেবে শুনেছি। তাই কাজ করাটা অন্যরকম আবেগের ছিল। এটা দর্শক খুব ভালোভাবে রিলেট করতে পারবে। কারণ এসব গল্প বেশ প্রচলিত, আর পশুপ্রেমীদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

18h ago