এবারই প্রথম পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছি: বাঁধন

আজমেরী হক বাঁধন
আজমেরী হক বাঁধন। ছবি: আইস টুডে

রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আজমেরী হক বাঁধন। দেশ-বিদেশে প্রশংসা ও সম্মান কুড়িয়েছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

চলতি বছর বলিউডে অভিষেক হয়েছে বাঁধনের। হিন্দি সিনেমায় অভিনয় করে এখনো প্রশংসায় ভাসছেন।

সাবেক এই লাক্স তারকার ক্যারিয়ারে এই ডিসেম্বরে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। তার অভিনীত নতুন সিনেমা 'এষা মার্ডার', শুটিং শুরু হতে যাচ্ছে কয়েকদিন পর। 

সিনেমাটি প্রসঙ্গে বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশা করছি "এষা মার্ডার" সিনেমার শুটিং ডিসেম্বরে শুরু হবে এবং একই মাসে শেষ হবে। আউটডোরেই শুটিং হবে পুরোটা।'

এষা মার্ডার কী ধরনের সিনেমা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, 'এষা মার্ডার' পুরোপুরি কমার্শিয়াল সিনেমা। আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। পরিচালনা করবেন সানী সানোয়ার।

সিনেমাটিতে বাঁধন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন বলে জানান।

বাঁধন বলেন, 'সবসময় দেখা যায় পুরুষ অফিসার। নারী অফিসার নয় কেন? পরিচালক যখন গল্প ও চরিত্র নিয়ে আমার সঙ্গে বসেন, আমাকে কনভিন্স করেন, তখন ভালো লাগে এই বিষয়টি, গল্পে নারী পুলিশ অফিসার।'

'পুলিশ চরিত্রে কখনো অভিনয় করিনি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি গল্পের প্রয়োজনে। কিন্তু এবারই প্রথম করতে যাচ্ছি পুলিশ চরিত্র। চরিত্রটি নিয়ে আমি হ্যাপি। পরিচালকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হয়েছে,' যোগ করেন তিনি।

পুলিশ চরিত্রে অভিনয় করার জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, 'কিছু ট্রেনিং চলছে চরিত্রের জন্য। এক থেকে দেড় মাস ধরে ট্রেনিং করছি। এডওয়ার্ড নামে একজন আছেন প্রশিক্ষণপ্রাপ্ত, তার কাছে ট্রেনিং নিচ্ছি।'

ভক্ত ও দর্শকদের উদ্দেশে বাঁধন বলেন, 'নতুন সিনেমার শুটিং যেন ভালো করতে পারি, যারা আমাকে ভালোবাসেন, আমার অভিনয় ভালোবাসেন, তাদের কাছে আশীর্বাদ কামনা করছি। নতুন সিনেমার শুটিং যেন সুন্দর করে শেষ হয়।'

'এষা মার্ডার' সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, 'সিনেমাটি নারীকেন্দ্রিক গল্পের। যদিও এদেশে নারী প্রধান কিংবা নারীকেন্দ্রিক গল্পের নাটক-সিনেমা কম হয়েছে।'

'আমি চাই নারী প্রধান গল্প নিয়ে বেশি বেশি কাজ হোক। নারীদের গল্প নারীরা বলুক। নারী পরিচালক, নারী লেখক, সবকিছু নারীরা করুক। নারীদের গল্প নারীদের মতো করে দেখানো হোক,' বলেন তিনি।

চলতি বছর বাঁধনের অভিনীত 'খুফিয়া' মুক্তি পেয়েছে ভারতে।  এ প্রসঙ্গে তিনি বলেন, 'দর্শকদের ধন্যবাদ দিতে চাই। তারা আমার অভিনীত খুফিয়া ভালোভাবে নিয়েছেন। এটা একজন শিল্পী হিসেবে আমার জন্য আশার কথা।'

বর্তমানে 'এষা মার্ডার' সিনেমার শুটিং প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন বাঁধন। তিনি বলেন, 'যখন যে কাজ করি, সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন এষা মার্ডার নিয়ে থাকতে চাই।'

বলিউডের শিল্পীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে কি না, জনাতে চাইলে বাঁধন বলেন, 'তাদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। টাবুদি'র সঙ্গে কথা হয়। আরও অনেকের সঙ্গেই যোগোযোগ আছে।'

 

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

3h ago