বাঁধনের ‘মাস্টার’ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

আজমেরী হক বাঁধন অভিনীত 'রেহানা মরিয়ম নূর' কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বেশকিছু জায়গায় প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর নতুন সিনেমা 'মাস্টার' যাচ্ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

রেজওয়ান শাহরিয়ার পরিচালিত 'মাস্টার' একটি রাজনৈতিক থ্রিলার। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়বে সিনেমাটি।

এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন ও নাসির উদ্দিন খান। আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

‘মাস্টার’ সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

সিনেমার গল্প এগিয়ে যায় জহির নামে এক আদর্শ শিক্ষককে কেন্দ্র করে।

এ বিষয়ে বাঁধন বলেন, 'রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় অবশ্যই ভালো লাগা কাজ করছে। এই সিনেমায় যারা অভিনয় করেছি তাদের জন্য তো বটেই, দেশের সিনেমার জন্যও এটা আনন্দের খবর।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago