বাঁধন এবার কলকাতার সিনেমায়

আজমেরি হক বাঁধন
আজমেরী হক বাঁধন। ছবি: স্টার

সৃজিত মুখার্জি পরিচালিত 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি' ওয়েব সিরিজ দিয়ে ভারতে প্রথম অভিনয় শুরু করেন 'রেহানা মরিয়ম নূর'খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিরিজটি বেশ আলোচিত হয়েছে। বাঁধনের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।

তারপর ভারতে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। হিন্দি ওয়েবফিল্ম 'খুফিয়া' বাঁধনকে গতবছর আলোচনায় নিয়ে আসে।

এবার তিনি কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে বাঁধন শুটিং শুরু করবেন প্রসেনজিত বিশ্বাসের 'ফেয়ার অ্যান্ড আগলী'র।

বাঁধন অভিনীত 'এষা মার্ডার' সিনেমাটি আসছে ঈদুল আযহায় মুক্তি  পেতে যাচ্ছে। এ ছাড়া, সম্প্রতি তিনি 'মাস্টার' সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

Comments