‘রইদ’ নিয়ে সুমন-তুষি: ট্রেলারের কিছু দৃশ্য যেন কবিতা
প্রায় তিন বছর আগে মুক্তি পেয়েছিল মেজবাউর রহমান সুমন নির্মিত 'হাওয়া'। প্রথম সিনেমা দিয়েই আলোচনায় চলে আসেন তিনি। তার নির্মিত নতুন সিনেমা 'রইদ'-এর ট্রেলার প্রকাশ হয়েছে ১৬ ডিসেম্বর।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা সিনেমাটি নিয়ে দুই বাংলার খ্যাতিমান অভিনয়শিল্পী, পরিচালকসহ অনেকেই কথা বলছেন, লিখছেন। অনেকেই ট্রেলারে কাশফুলের চিত্রে কবিতার মতো দৃশ্য খুঁজে পেয়েছেন।
'রইদ' সংশ্লিষ্ট একজন জানালেন, এই কাশফুলসহ অনেক গাছ রোপন করে বড় হওয়ার পর সেখানে শুটিং করেছেন নির্মাতা সুমন।
সিনেমার শুটিংয়ের জন্য সুনামগঞ্জে মেঘালয়ের পাহাড় ঘেঁষা স্থান বেছে নিয়েছিলেন তারা।
'রইদ' মুক্তি নিয়ে নির্মাতা সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) আন্তর্জাতিক প্রিমিয়ার হবে সিনেমাটির। এরপর মুক্তি দেওয়া হবে দেশের সিনেমা হলে।'
তিনি বলেন, 'প্রথমবারের মতো বাংলাদেশি কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে আইএফএফআরের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে "রইদ" সারা বিশ্বের আমন্ত্রিত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য।'
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, 'সাধু ও তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই হাজার বছরের পুরোনো আখ্যানকে পুনর্নির্মাণ করেছি।'
'রইদ' প্রসঙ্গে অভিনেত্রী নাজিফা তুষি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন পর মনের মতো একটি সিনেমায় অভিনয় করেছি—গল্প, চিত্রনাট্য, গান, চরিত্র সবকিছুতেই ব্যতিক্রম।'
তিনি বলেন, 'মেজবাউর রহমান সুমনের নির্মাণশৈলী নিয়ে বলার কিছু নেই। আমার কাছে "হাওয়া" সিনেমার চেয়েও বেশি চ্যালেঞ্জিং ছিল "রইদ"। চরিত্রটির কারণে আমার জীবনের নিয়মিত অনেক অভ্যেস বাদ দিতে হয়েছে। ছয় মাসের বেশি সময় কোনো ধরনের প্রসাধন আমি ব্যবহার করিনি। চরিত্র হয়ে উঠতে চেয়েছি।'
সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।
এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকেই।


Comments