সমুদ্রের পাড় ধরে দুজনে হেঁটেছি, চমৎকার সময় কাটিয়েছি: স্বাগতা

জিনাত সানু স্বাগতা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্বাগতা টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। গানও করেন, আবার উপস্থাপনা করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। স্বামী হাসান আজাদকে নিয়ে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে ঢাকায় ফিরেছেন গতকাল।

বিয়ের পর প্রথম বেড়াতে যাওয়া নিয়ে স্বাগতা বলেন, 'হাসান কখনো সেন্টমার্টিন যায়নি। কাজেই বিয়ের পর তাকে নিয়ে গেছি সেন্টমার্টিন। এ ছাড়া কক্সবাজারও গেছি। অবশ্য একবার সে কক্সবাজার গিয়েছিল। দুজনে সুন্দর সময় কাটিয়ে এলাম।'

স্বাগতা
স্বাগতা ও তার স্বামী হাসান। ছবি: সংগৃহীত

স্বাগতা আরও বলেন, 'আমিও অনেক দিন কক্সবাজার যাইনি। এবার স্বামীকে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের পাড় ধরে দুজনে হেঁটেছি। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনেছি। জোয়ার-ভাটার খেলা দেখেছি। চমৎকার সময় কাটিয়েছি।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সেন্টমার্টিন গিয়ে মুগ্ধ হয়েছি বেশি। আগেও হয়েছি। হাসানের জন্য বেশি মুগ্ধ হয়েছি। সেন্টমার্টিন দেখে হাসান ভীষণ খুশি। এখন শীত শেষ হয়ে আসছে। বসন্ত আসছে। অন্যরকম একটা বাতাস বয়ে যায় প্রকৃতিতে। দুজনে হেঁটে হেঁটে তা অনুভব করেছি। সত্যি কথা বলতে, হাসানকে নিয়ে সেন্টমার্টিনে দারুণ সময় কাটিয়েছি, যা মনে থাকবে সবসময়।'

ভালোবাসা দিবস ঘিরে পরিকল্পনা জানতে চাইলে স্বাগতা বলেন, 'ভালোবাসা দিবসে নতুন গান করতে চাই। চেষ্টা করব একটি গান করার। তা ছাড়া বইমেলায় যাব। হাসানকে নিয়েই যাব। বই মেলায় কম-বেশি প্রতি বছর যাই। এবার ভিন্নভাবে যাব। দিনটিকে সুন্দর করে কাটাতে চাই। ভালোবাসা তো সবসময়ের জন্য। তারপরও দিনটি স্পেশাল। সেভাবেই কাটাব।'

তিনি বলেন, 'ভালোবাসা মানে বিশ্বাস। ভালোবাসা মানে একজন আরেকজনকে সম্মান করা। ভালোবাসা মানে বন্ধুত্ব, গভীর এক অনুভূতি। ভালোবাসা মানে দুজন দুজনার প্রতি দায়িত্বশীল হওয়া, পরস্পরকে জানা, দুজন দুজনকে বোঝা।'

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

5h ago