কাকে বিয়ে করলেন স্পর্শিয়া

স্পর্শিয়া। ছবি: সংগৃহীত

বসন্তে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী স্পর্শিয়া। আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 

তার বর সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

গতকাল কক্সবাজার সৈকতে হয়েছে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান।

আজ বুধবার ইনানি বিচে হয়েছে বিয়ের আয়োজন। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 

স্পর্শিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া, কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই রাজি হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।'

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা ২০১১ সালে। 'আমাদের দেশটা স্বপ্নপূরী' শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন। 

শাকিব খানের সঙ্গে 'নবাব এলএলবি', আসাদুজ্জামান আবীরের সঙ্গে 'কাঠবিড়ালী', তারিক আনাম খানের সঙ্গে 'আবার বসন্ত'সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago