শিল্পী সমিতির নির্বাচন: নিপুণ কি ক্রমশ একা হয়ে যাচ্ছেন?

নানা শাহ ও শাহনূর। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির বিগত নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের প্যানেলে ছিলেন অভিনেতা নানা শাহ, শাহনূর ও ডিএ তায়েব। আগামী শিল্পী সমিতির নির্বাচনে এই প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন তারা।

এর আগে নিপুণের প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চনও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।

তবে নানা শাহ, শাহনূর ও ডিএ তায়েব নিপুণের প্যানেল থেকে সরে এলেও আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল থেকে নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে।

অভিনেতা নানা শাহ বলেন, 'শিল্পী সমিতির নির্বাচনের পর নিপুণ আমাদের কোনো কথা রাখেননি। তার প্যানেলে গিয়ে ভুল করেছিলাম। আমি এবং ডি এ তায়েব তার সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম।'

তিনি বলেন, 'তারা কথা দিয়েছিল যে সিনেমা নির্মাণ করবে। তারা কথা দিয়েছিল ছয়টি সিনেমা নির্মাণ করবে। দুবছরে শিল্পী সমিতির সফলতা দেখছি না। ওই কমিটিতে গিয়ে আমরা ভুল করেছি।'

চিত্রনায়িকা শাহনূর বলেন, 'এই প্যানেলে থাকছি না, তার কারণ অনেক কিছুই জানতে পারতাম না। আমার অগোচরে সবকিছু হতো। শুধু কোনো মিটিং হলে জানতে পারতাম। তারা কোথাও গেলে জানতে পারতাম না। এসব কারণে এই প্যানেলে এবার থাকার কোনো ইচ্ছা নেই আমার।'

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। সেটা পিছিয়ে ২৭ এপ্রিল  করা হয়েছে।

শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে আছেন খোরশেদ আলম খসরু, আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago