এপ্রিলে শিল্পী সমিতির নির্বাচন, চলছে প্যানেল প্রস্তুতি

এফডিসিতে তারকারা। স্টার ফাইল ফটো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আগামী ১৯ এপ্রিল বিএফডিসিতে অনুষ্ঠিত হবে। 

শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামছুল আলম বলেন, 'গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন বিষয়ে। আগামী ১৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।'

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। 

এবারের নির্বাচনের প্যানেল নিয়ে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি।

অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল একটি প্যানেল দেওয়ার কথা আছে। 

এছাড়া, নিপুণ আক্তারেরও একটি প্যানেল থাকবে। 

মিশা সওদাগর, সাইমন সাদিক নির্বাচনে অংশ নেবেন বলে এ পর্যন্ত জানা গেছে।

সর্বশেষ ২০২২ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন।  

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago