বউয়ের সাজে এফডিসিতে যে কারণে ববি

চিত্রনায়িকা ববি। ছবি: সংগৃহীত

এফডিসিতে সম্প্রতি বউয়ের সাজে গিয়েছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার এই বউয়ের সাজে আসা নিয়ে বেশ আলোচনা হয়।

অনেক রহস্যের পর জানা যায় তার এই সাজের কারণ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ববি রহস্য করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বিয়ের কথা যদি বলেন, তবে ভালো পাত্র পেলেই বিয়ে করব। চারিদিকে এত বিয়ে ভাঙছে, এসব দেখে ভয় পাই। তবে ভালো কাউকে পেলে বিয়ে করে ফেলব।'

ববি জানান, কে এ নিলয় পরিচালিত 'বউ' সিনেমার মহরতে এমন সাজে এসেছিলেন এই নায়িকা।

চিত্রনায়িকা ববি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'সেদিন "বউ" সিনেমাটার মহরত ছিল বলে এমন সাজে এফডিসি গিয়েছিলাম। অন্য কোনো কারণ নেই। অনেকদিন পর সিনেমার মহরতে গিয়ে খুবই আনন্দে সময় কেটেছে।'

সিনেমাটি নিয়ে ববি বলেন, 'এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুড়ির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো খুব দেখা যায় না। মেয়ে না হোক, অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এই সমস্যা দূর করা সম্ভব। এমন কিছু বিষয় এ সিনেমার গল্পে দেখা যাবে।'

'আমি বাস্তব জীবনে চাই আমার যেখানে বিয়ে হবে সেই পরিবারের সবাইকে আপন করে নেবো। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই,' বলেন তিনি।

ববি আরও বলেন, 'ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে। সিনেমার কাজও খুব বেশি হচ্ছে না। দেশের প্রায় সব বিনোদনের জায়গাতে একই অবস্থা। আশা করছি এই অস্থির সময় শেষে সব আবার ঘুরে দাঁড়াবে। আমি পজিটিভ মানুষ সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।'

তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের প্রথমে 'বউ' সিনেমার শুটিং হবে। আগামী বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পাওয়ার আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago