আমেরিকায় ‘দেয়ালের দেশ’ দেখে মুগ্ধ আফজাল হোসেন

আফজাল হোসেন। স্টার ফাইল ফটো

একুশে পদকজয়ী  অভিনেতা আফজাল হোসেন বেশ কিছুদিন ধরে আছেন আমেরিকায়। স্ত্রী, সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সুন্দর সময় কাটাচ্ছেন। এর মধ্যে আমেরিকাতেই 'দেয়ালের দেশ' সিনেমাটি দেখেছেন।

সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। প্রধান ‍দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও বুবলি।

এসব বিষয়ে সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন আফজাল হোসেন।

সুদূর আমেরিকায় গিয়ে দেশের সিনেমা 'দেয়ালের দেশ' দেখে কেমন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, 'গল্পটা চমৎকার। মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে। দেশের সিনেমা এতদূরে এসেও প্রশংসা কুড়াচ্ছে। দর্শকরা দেখছেন এটা ভালো লাগার বিষয়। সিনেমায় যেভাবে গল্প বলা হয়েছে তাতে বাণিজ্য যতটাই থাকুক না কেন, শিল্প আছে। শিল্পটা খুব প্রয়োজন।'

সিনেমায় শরিফুল রাজ ও বুবলির অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, 'গল্পের সাথে মিলিয়ে কাস্টিংয়ে রাজ ও বুবলি নতুন ডাইমেনশন। রাজ অসাধারণ অভিনয় করেছেন। সৃজনশীল অভিনয় করেছেন। খুব ভালো লেগেছে। চরিত্রের সাথে মিশে গেছেন। বুবলিও রিয়েল অভিনয় করেছেন। দেয়ালের দেশ থেকে মনে হয়েছে একটা রিয়েল গল্পের ভেতর দিয়ে যাচ্ছি। বিশ্বাসযোগ্য করতে পেরেছে দর্শকদের কাছে, আমার কাছেও।

তরুণ পরিচালকের বিষয়ে আফজাল হোসেন বলেন, 'নতুনরা ভালো ভালো সিনেমার কথা ভাবছেন। ভালো গল্প নির্বাচন করছেন। এটা আশার কথা। কেউ কেউ আলাদা গল্প বলে দারুণ কিছু করছেন। নতুন ও তরুণরাই সুন্দর কিছু করবে আমি বিশ্বাস করি।'

এদিকে সূদুর আমেরিকায় গিয়ে 'দেয়ালের দেশ' দেখলেও নিজ দেশের প্রেক্ষাগৃহে 'কাজলরেখা' দেখেছেন আফজাল হোসেন। তিনি বলেন, 'কাজলরেখার অনেক কিছুই ভালো লেগেছে। গল্প আমাদের। সরলভাবে গল্প বলবার ভঙ্গি সাম্প্রতিক সময়ে দেখি না। কাজলরেখায় দেখেছি। কোনো ভনিতা নেই। গান আছে। গল্প আছে।'

আমেরিকায় সময় কাটছে কীভাবে, আফজাল হোসেন বলেন, 'পরিবারের সাথে সুন্দর সময় কাটছে। ভালো আছি সবাই মিলে।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

17m ago