জংলি সিনেমায় সিয়ামের আরেক নায়িকা দীঘি

দীঘি। ছবি: সংগৃহীত

'জংলি' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন শবনম বুবলি। এটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল জংলি টিম। নতুন খবর হচ্ছে, সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন আরও এক নায়িকা। তিনি প্রার্থনা ফারদিন দীঘি।

জংলি পরিচালনা করছেন এম রাহিম। 'শান' সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল তার। প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছেন এই পরিচালক। 

পরিচালক এম রাহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীঘিকে জংলি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিয়ামের বিপরীতেই অভিনয় করছে তিনি। এটির জন্য অনেক পরিশ্রম করেছেন, নিজেকে তৈরি করেছেন তিনি।'

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

ঈদুল আজহায় 'জংলি' সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ২৯ মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারে ছিল সেই বার্তা ছিল। পরে জানা গেছে, সিনেমাটি ঈদের তিন সপ্তাহ পর মুক্তি পাবে।

Comments

The Daily Star  | English

Dhaka edges closer to boiling point

Bangladesh now ranks second globally for exposure to extreme heat.

8h ago