নেতিবাচক চরিত্রের প্রতি আলাদা টান আছে: রাশেদ মামুন অপু

রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রাশেদ মামুন অপু। চলতি সপ্তাহে 'কাঠগোলাপ' সিনেমা নিয়ে বুলগেরিয়া ঘুরে এসেছেন তিনি। সেখানে একটি চলচ্চিত্র উৎসবে 'কাঠগোলাপ' প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদ মামুন অপু বলেন, 'আমার অভিনীত "কাঠগোলাপ" সিনেমা সম্প্রতি বুলগেরিয়ার একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এই উৎসবে গিয়ে। পৃথিবীর নানান দেশ থেকে পরিচালক, প্রযোজক ও শিল্পীরা এসেছিলেন। অনেক সুন্দর সময় কেটেছে।'

রাশেদ মামুন অপু আরও বলেন, '"কাঠগোলাপ" সিনেমা নিয়ে অনেক ইতিবাচক মন্তব্য পেয়েছি। এটা আমাকে আনন্দ দিয়েছে। এছাড়া কয়েকজন পরিচালকের সাথেও অভিনয় করার বিষয় নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে ভালো একটা ট্যুর হয়েছে।'

বুলগেরিয়া ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ ঘুরেছেন তিনি, অভিনেতা হিসেবে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা পেয়েছেন। 

'অনেক অনেক ভালোবাসা পেয়েছি। একজীবনে সুখের স্মৃতি হয়ে থাকবে,' বলেন তিনি।

এদিকে ১৩ জুন মুক্তি পেয়েছে রাশেদ মামুন অভিনীত ওয়েব সিরিজ 'গোলাম মামুন'। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাশেদ মামুন অপু বলেন, 'অনেক চ্যালেঞ্জ নিয়ে নেতিবাচক চরিত্রটি করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। প্রচন্ড তাপদাহের সময় বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। প্রচার হওয়ার পর বেশ সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন।'

তিনি আরও বলেন, 'চরিত্রটি খুব ভয়ের। অনেকরকম ভয়ের এক্সপ্রেশন দিতে হয়েছে। পুরো সিরিজজুড়ে ভয় ছড়িয়ে দিয়েছি।'

পরিচালক শিহাব শাহীন সম্পর্কে তিনি বলেন, 'শিহাব শাহীন ভাই পরীক্ষীত একজন পরিচালক। তার কাজ মানেই ভিন্ন কিছু। তার কাজ মানেই নতুন কিছু।'

এদিকে রাশেদ মামুন অপু অভিনীত 'জংলি' সিনেমা গত ঈদে মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত পায়নি। ঈদের এক মাস পর এটি মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। 

এ বিষয়ে তিনি বলেন, '"জংলী" অনেক ভালো একটি সিনেমা, অসাধারণ গল্পের একটি সিনেমা। এই সিনেমায় দর্শকরা ভিন্ন একটি চরিত্রে আমাকে পাবেন। "জংলি" সিনেমায় বড় একটা চমক আছে।'

অন্যদিকে তার অভিনীত 'রাইটার' নামে আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন খুনির চরিত্রে।

সবশেষে অপু বলেন, 'আমি একজন অভিনেতা। অভিনয় করার সুযোগ আছে তেমন চরিত্রেই কাজ করতে চাই। তবে, নেতিবাচক চরিত্রের প্রতি আলাদা টান আছে।'

 

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

44m ago